Sunday, November 9, 2025

বিজেপির কঠোর সমালোচনা! মণিপুর হিং*সাতে প্রস্তাব পাস ইউরোপিয়ান পার্লামেন্টে

Date:

Share post:

মণিপুরে হিংসায় এবার আন্তর্জাতিক মঞ্চেও ঘোর বিপাকে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরে মুখেই প্রস্তাব পাস হয়ে গেল ইউরোপিয়ার ইউনিয়নে। সেই প্রস্তাবে তীব্র ভাষায় নিন্দা করা হল বিজেপি নেতার জাতীয়বাদী বক্তব্যকে। উত্তপ্ত মণিপুরে মেইতে জাতিগোষ্ঠীকে তফসিলি জাতিভুক্ত করা যায় কি না, তা নিয়ে হাইকোর্টের রায়কে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। আদালতের এই রায় মানতে নারাজ রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী মানুষ।

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণাঙ্গ অধিবেশন বসেছে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে। মানবাধিকার, গণতন্ত্র ও আইনশৃঙ্খলার প্রশ্নে সেই অধিবেশনে উঠল মণিপুরে অশান্তির প্রসঙ্গ। স্রেফ হিংসা, প্রাণহানি ও সম্পত্তি নষ্টের নিন্দা নয়, মণিপুরে অশান্তি নিয়ে পাস হয়ে গেল প্রস্তাব। প্রস্তাবে উল্লেখ, ‘২০২০ সালের অক্টোবরে রাষ্ট্রসংঘের মানবাবিধকার কমিশনার ভারতের আছে আবেদন করেছিলেন যে, মানবাধিকার কর্মীদের অধিকার যেন রক্ষার করা হয়। বিজেপির ‘বিভাজনমূলক নীতি’র বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের অভিযোগ নজরে এসেছিল রাষ্ট্রসংঘের’।

প্রস্তাবে বলা হয়েছে, ‘মূলত হিন্দু মেতেই সম্প্রদায় ও খ্রীষ্ঠানের জাতিগত বিবাদে হিংসা ছড়িয়েছে মণিপুরে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশোরও বেশি মানুষ। ঘরছাড়া চল্লিশ হাজারেরও বেশি। মণিপুরে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এবার সরাসরি মণিুপুরের বিজেপি সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। তাঁদের মতে, দেশজুড়ে বিভেদমূলক নীতি রূপায়ণের কারণেই বঞ্চনা শিকার হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা’। শুধু তাই নয়, মানবাধিকার সংক্রান্ত সমস্যা মোকাবিলা ভারত ও ইউরোপিয়ান পার্লামেন্টের যৌথভাবে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...