Saturday, December 27, 2025

ফ্রান্স সফর সেরে আরব আমিরশাহিতে মোদি, বুর্জ খলিফায় ভারতের পতাকার রঙ

Date:

Share post:

ফ্রান্স(France) সফর শেষ করে এবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকা আরব আমিরশাহির(Arab Amirsahi) সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও মজবুত করবে মোদির এই সফর। পাশাপাশি প্রধানমন্ত্রীকে(Prime Minister) অভ্যর্থনা জানাতে আরবের বুর্জ খলিফাকে রাঙিয়ে তোলা হল ভারতের(India) পতাকার রঙে। এই সফরে আরবের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সাক্ষর হয় একাধিক চুক্তি।

শনিবার সকাল ১১টা নাগাদ আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান আরবের প্রেসিডেন্ট। নাহইয়ানের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী জানান, তিনি আরবে আসতে পেরে অত্যন্ত খুশি। এখানে যে সম্মান আমায় দেওয়া হল তাঁর জন্য ধন্যবাদ। এই ভারতীয় আপনাকে একজন সত্যিকারের বন্ধু হিসেবে দেখে। আবুধাবিতে আরব প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকে একধাইক চুক্তি সাক্ষর করেন প্রধানমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হল, আবুধাবিতে আগামী বছর থেকে ক্যাম্পাস খুলছে আইআইটি দিল্লি।

প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে সাড়া দিয়ে ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে অংশ নিতে দু’দিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সই হয়। ফ্রান্স থেকে ফেরার পথে শুক্রবার এক দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

‘জনগণমন’ প্রথম গাওয়া হয়েছিল আজকের দিনে, জাতীয় সংগীতকে স্মরণ অভিষেকের

জাতীয় সঙ্গীত হিসেবে রচিত হওয়ার অনেক আগেই 'জনগণ মন অধিনায়ক জয় হে' গানটি রচিত হয়েছিল। কবিগুরুর সেই অমর...

তাপমাত্রার পারদের পতন অব্যাহত, শনিবার মরশুমের শীতলতম দিন

বছর শেষের বাংলা জুড়ে শীতের (Winter) জমাট ব্যাটিং, প্রতিদিনই নামছে তাপমাত্রার (Temparature)পারদ। কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রার পারদ...

শীতের আমেজে মিতিন মাসি স্পেশাল স্ক্রিনিংয়ে তারকা সম্ভার

মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে বাঙালি পাঠকের মনে বড় অংশ জুড়ে আজও মিতিন মাসি( Mitin Masi)। আর সেই মিতিনকে...

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ...