Wednesday, May 7, 2025

সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে মমতার ভূয়সী প্রশংসা

Date:

Share post:

সাধারণত রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বিরূপ মত প্রকাশ করেন বলেই ধারনা। তবে, মুখ্যমন্ত্রীর বিষয়ে তিনি বরাবরই শ্রদ্ধাশীল। ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) গলায় তৃণমূল (TMC) সুপ্রিমোর ভূয়সী প্রশংসা। সোমবার, একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।’’

এদিন, এক মামলার শুনানিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন বিচারপতি। সরাসরি নাম না নিয়ে বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে তিনি বলেন, সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যারের প্রসঙ্গে বার সম্পাদক জনান, ‘‘তিনি আমাদের জগতের মানুষ। রীতমতো মেম্বারশিপ রয়েছে।’’

নিয়োগ মামলায় বারবার বিভিন্ন মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে চর্চা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়ে উচ্চতর বেঞ্চে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে। এই বিষয়ে রাজনৈতিক মহলে নানা টিপ্পনিও হয়েছে। তবে, মুখ্যমন্ত্রী বারবার নিজের মন্তব্যে আদালতের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেছেন। অতীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখোমুখি হন। সেখানেও সৌজন্য বিনিময় করেন দুজনে। সেই সময় তাঁকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ কথা নিজেই জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।‘‘

 

 

spot_img

Related articles

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...