সন্ত্রাসবাদী আক্রমণে (Terrorist Attack) উত্তপ্ত অনন্তনাগ। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানা গেছে যে অনন্তনাগ এলাকায় (Anantnag area) বেশ কিছুদিন ধরেই জঙ্গি কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে। সন্ত্রাসবাদী আক্রমণে এবার গুলিবিদ্ধ ২ পরিযায়ী শ্রমিক। একজনের নাম অক্ষয় (২০) এবং অন্যজনের নাম সৌরভ। আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

বুধবার ঘটনার তথ্য দিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ জানায় যে ইতিমধ্যেই সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে৷ ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে। মহারাষ্ট্রের সাংলির বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিকের অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
