Tuesday, November 11, 2025

বিজেপি শাসিত অসমে কিশোরীকে ধর্ষ.ণ করে খু.নের প্রতিবাদে বিক্ষো.ভ জনতার! পুলিশের লাঠিতে আ.হত কয়েকজন

Date:

Share post:

বিজেপি শাসিত অসমেও যোগীরাজ্যের মতো ছবি! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শিলচর।উত্তেজিত জনতা কিশোরীর দেহ রাস্তায় রেখে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়। এরপরই উত্তেজিত জনতার উপর লাঠি চালায় পুলিশ। ফলে আহত হয় বেশ কয়েকজন।

আরও পড়ুন:প্রেমঘটিত বিবাদের জের!অন্ধ্রপ্রদেশে দলিত যুবকের গায়ে প্রস্বা.ব

ঘটনাটিকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ শিলচরের রঙ্গিরখাড়ি পয়েন্টে মৃত কিশোরীর দেহ নিয়ে জড়ো হন অনেকে।হাজারেরও বেশি জনতা দোষীদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের ছত্রভঙ্গ করতে প্রচুর পরিমাণে পুলিশ এবং সিআরপিএফ জওয়ান জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরই পুলিশের মারে জখম হন বেশ কয়েকজন। পুলিশের অবশ্য দাবি, রাত দশটা নাগাদ কিশোরীর দেহ দাহ করতে গেলে উত্তেজিত জনতা পুলিশকে আক্রমণ করতে তাঁদের দিকে এগিয়ে আসে। একের পর এক পাথর উড়ে আসতে থাকে পুলিশের দিকে। তাতে চার পুলিশকর্মী জখম হন।


ঘটনার সূত্রপাত গত ১৫ জুলাই। শিলচর থেকে ৩০ কিলোমিটার দূরে দ্বারবন্ড এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলের নীচে উদ্ধার হয় ১৫ বছরের কিশোরীর মৃতদেহ। ওই কিশোরী নিখোঁজ ছিল। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের পর কিশোরীর দেহ বিকৃত করে দেওয়া হয়। তার পরিবারের তরফে থানায় এফআইআর দায়ের করা হয়। পরিবার জানায়, কিশোরীর সঙ্গে তারা যোগাযোগ করতে পারছিল না। তার মোবাইল ফোনটিও বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, বিজেপি শাসিত যোগীরাজ্যে কিশোরীকে খুন করে ধর্ষণের ঘটনা নতুন নয়। এমনকি বেশ কিছু বিজেপি নেতাদের বিরুদ্ধেও এহেন মামলা রয়েছে। অসমেও বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ন্যাক্কারজনক ঘটনা শিরোনামে উঠে আসছে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...