Monday, November 3, 2025

FIR করা যাবে: হাই কোর্টের রায়ে ‘অস্বস্তি’ শুভেন্দুর

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhanedu Adhikari)। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে না। বৃহস্পতিবার, আইনজীবী সুমন সিংহর (Suman Singha) আবেদনের শুনানিতে এই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা নির্দেশ দেন, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুলিশ। অভিযোগ সত্য, গ্রহণযোগ্য মনে হলে এফআইআর দায়ের হবে। তবে, গ্রেফতার বা কড়া পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।

বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসা ছড়ানো ও মদত দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল উচ্চ আদালতে। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন জানিয়ে সুমন সিংহ হাই কোর্টের দ্বারস্থ হন। ডিভিশন বেঞ্চ শুনানিতে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেয়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, “আজ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে FIR করতে আদালত নিষেধাজ্ঞা জারি করে, তাহলে সেই নির্দেশকে দেখিয়ে ১০ বছর পরে কোনও অপরাধের অভিযোগ উঠলে তখনও FIR করতে পারবে না পুলিশ? ওই ব্যক্তি নির্দোষ বলে দাবি করতে পারেন কি?” সেই মামলায় এই দিন বিচারপতি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানাল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

 

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...