Saturday, November 8, 2025

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, বিরাট ব‍্যাটিং কোহলির, প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান ভারতের

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। ৮৭ রানে অপরাজিত কোহলি। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরানের থেকে ১৩ রান দূরে রয়েছেন কোহলি। ৩৬ রানে অপরাজিত জাদেজা। ভারতের হয়ে অর্ধশতরান ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জসওয়ালের।

বৃহস্পতিবার কুইন্স পার্ক ওভালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ক‍্যারিবিয়ানরা। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল। ভারতের প্রথম উইকেট ১৩৯ রানে। জেসন হোল্ডারের বলে ম্যাকেঞ্জির হাতে ধরা পড়েন যশস্বী। যশস্বী আউট হন ৫৭ রানে। এরপরই ভারতের হয়ে উইকেট হারান শুভমন গিল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব‍্যর্থ ভারতের এই তরুণ ব‍্যাটার। মাত্র ১০ রানে আউট হন তিনি। কেমার রোচের বলে আউট হন গিল। এরপর কোহলিকে নিয়ে লম্বা জুটি গড়ার ইনিংস বাঁধার চেষ্টা করেন রোহিত। কিন্তু জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪৩ বলে ৮০ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। এরপর উইকেট হারান অজিঙ্কে রাহানে। ৩৬ বলে ৮ রান করে মাঠ ছাড়েন অজিঙ্কে। শ্যানন গ্যাব্রিয়েলের বলে আউট হন জিঙ্কস। রাহানে যখন আউট হন তখন ভারতের রান ৪ উইকেট হারিয়ে ১৮২। এরপর ব‍্যাট করতে নামেন জাদেজা। জাদেজাকে নিয়ে ধরে খেলেন কোহলি। যার সুবাদে ব‍্যাকফুটে চলে যাওয়া টিম ইন্ডিয়া স্কোর আবার কোহলি-জাড্ডুর ব‍্যাটিং-এর সুবাদে খেলার রাশ হাতে নেয় ভারত। যার ফলে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান ভারতের।

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। কুইন্স পার্ক ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া ভারতীয় দু’দল। উভয় দলের কাছে এটি মাইলস্টোন ম্যাচ। কেননা ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বি-পাক্ষিক ক্রিকেটে এটি ১০০তম টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবেই মাইলস্টোন ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় দু’দল। যদিও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করাই একমাত্র রোহিতদের।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...