Wednesday, August 27, 2025

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে একাধিক রেকর্ড রোহিতের, টপকে গেলেন গাভাস্কর-ধোনিকে

Date:

Share post:

বৃহস্পতিবার কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। আর এই ম‍্যাচ খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রেকর্ড ভাঙলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগকে।

বৃহস্পতিবার ক‍্যাবিয়ানদের বিরুদ্ধে দুরন্ত শুরু করেন রোহিত। ৮০ রানে আউট হন ভারত অধিনায়ক। আর এই রান করতেই নজির গড়েন তিনি। টেস্ট ওপেনার হিসেবে ২০০০ রানের মাইলস্টোন পূর্ণ করেন হিটম্যান। এক্ষেত্রে পিছনে ফেলে দেন সুনীল গাভাস্কর এবং গৌতম গম্ভীরকে। গাভাস্কর ও গম্ভীর ৪৩টি ইনিংসে ওপেন করতে নেমে ২০০০ রান পূর্ণ করেন। রোহিত ওপেনার হিসেবে ভারতের হয়ে টেস্টে ২০০০ রান করেন ৪০টি ইনিংসে।

শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে আরও একটি নজির গড়েন ভারত অধিনায়ক। তিন ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক রানের নিরিখে বীরেন্দ্র সেহবাগ এবং মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন রোহিত শর্মা। রোহিতের তিন ফর্ম‍্যাট মিলিয়ে এখনও পযর্ন্ত রান সংখ‍্যা ১৭,২৯৮। যেখানে ভারত, এশিয়া একাদশ ও আইসিসি একাদশের হয়ে মাঠে নেমে সেহবাগ তিন ফর্ম্যাট মিলিয়ে মোট করেন ১৭২৫৩ রান।  ভারত ও এশিয়া একাদশের হয়ে মাঠে নেমে ধোনি তিন ফর্ম্যাট মলিয়ে করেন ১৭২৬৬ রান। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিক সচিন তেন্ডুলকর। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।

এদিকে টেস্টে হিট হয়ে গিয়েছে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি। তাঁদের জুটি দ্বিতীয় টেস্টেও গড়ে ফেলেছেন বড় নজির।ভারতীয় ওপেনিং জুটি হিসেবে প্রথমবার এশিয়ার বাইরে টানা দু’টি টেস্ট ম্যাচে একশোর বেশি রানের পার্টনারশিপ করার নজির গড়লেন রোহিত-যশস্বী। এই নজির আর কোনও ভারতীয় ওপেনিং জুটির নেই।

আরও পড়ুন:ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, বিরাট ব‍্যাটিং কোহলির, প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান ভারতের

 

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...