Saturday, August 23, 2025

“জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা…”, বাইশ গজের স্লোগান এবার একুশের সমাবেশে

Date:

Share post:

“জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা…”! এই স্লোগানটি আমাদের সকলের কাছে বহু পরিচিত। যে কোনও বড় ধরনের ক্রিকেট প্রতিযোগিতায় বিরাট কোহলি-রোহিত শর্মাদের সমর্থনে দেশ বিদেশের গ্যালারি থেকে এমনই স্লোগান ভেসে আসে। এবার সেই স্লোগান শোনা গেল একুশে জুলাইয়ে তৃণমূলের সমাবেশে একের পর এক মিছিল থেকে। সঙ্গে প্ল্যাকার্ড।

এই স্লোগান খুব তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শহিদ শ্রদ্ধা দিবসের মেগা সভা। ভিক্টোরিয়া হাউসের সামনের সেই মঞ্চেই তোলা হবে মোদি বিরোধী জয় INDIA স্লোগান। লক্ষ্য লক্ষ্য কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলবেন, “এবার ইন্ডিয়া”।

সমাবেশের একদিন আগেই নেত্রীর ঘোষণা, “ইন্ডিয়া উইল ফাইট টুগেদার। আমরা সকলে একসঙ্গে, মেরুদণ্ড সোজা রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব। এই বিশেষ দিনে দেশে নতুন ভোরের সূচনার জন্য শপথ নেব।”

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটের বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। সেই জয়কে পুঁজি করেই ইতিমধ্যেই শহরে জড়ো হতে শুরু করে দিয়েছেন কর্মী-সমর্থকরা। আজ সভায় সেই ভিড় আরও বাড়বে। ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন বসম সরকারের পুলিশের গুলিতে নিহত ১৩ জন তরতাজা যুবকের স্মরণে ফি বছর শহিদ তর্পণ আয়োজন করেন তৃণমূলনেত্রী। কিন্তু এবারের সভায় শুধু তাতে সীমাবদ্ধ থাকছে না তাঁর দল। পঞ্চায়েত ভোটে নিহত তৃণমূল কর্মী-সমর্থকদের প্রতি বিনম্র শ্রদ্ধাও জানানো হবে।
সেই সভামঞ্চ থেকেই নরেন্দ্র মোদি তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা-অভিষেক যে সরব হবেন, তা বলাই বাহুল্য।‌

ঘটনাচক্রে চলতি সপ্তাহেই দেশের বিরোধী দলগুলি মিলে তৈরি করেছে মহাজোটের মঞ্চ “INDIA”, তাকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে তাঁরা আক্রমণের ঝাঁঝ আরও বাড়াবেন, তা সহজেই অনুমেয়। কোন কোন শব্দবন্ধে মমতা নিশানা করবেন মোদি-বিজেপিকে, তার আভাস খানিকটা পাওয়া গিয়েছে বৃহস্পতিবার বিকেলেই।

আরও পড়ুন:ব্যাক টু ব্যাক ভূমি*কম্প, ভোর রাতে কেঁ.পে উঠল জয়পুর!

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...