Tuesday, August 26, 2025

নাটক! মণিপুরের ন্যাক্কারজনক ঘটনায় নীরব, বাংলা নিয়ে ‘কুমীরের কান্না’ লকেটের

Date:

Share post:

হিংসাদীর্ণ মণিপুর নিয়ে নীরব। কিন্তু বাংলা নিয়ে কুমীরের কান্না BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)। শুক্রবার, ২১ জুলাই তৃণমূলের মহা সমাবেশে বিপুল জনসমাগম। খবরের সব আলো ধর্মতলায়। তা দেখে পালে হাওয়া টানার চেষ্টা বিজেপির। বিভিন্ন ব্লকে অবস্থানের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু তার কোনও প্রভাব পড়েনি রাজ্য রাজনীতিতে। এদিকে যখন বঙ্গ বিজেপি ব্যর্থ চেষ্টা, তখন দিল্লিতে কেঁদে কেঁদে ‘নাটক’ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder)।

অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল এদিন ধর্মতলার মঞ্চ থেকে এই নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার কোনও জবাব নেই বিজেপির কাছে। সেই কারণে, নাটক করে সহানুভূতি আদায়ের চেষ্টা বিজেপি সাংসদের। এদিন দিল্লির বিজেপি সদর দফতরের সাংবাদিক বৈঠক থেকে বাংলার ভোটে মহিলাদের উপর সন্ত্রাসের অভিযোগ তুলে কেঁদে ভাসালেন হুগলির বিজেপি সাংসদ লকেট।

লকেটের অভিযোগ বলেন, “পঞ্চায়েত নির্বাচনের গণনায় আমাদের মহিলা কর্মীকে চুলের মুঠি ধরে টেনে গণনাকেন্দ্রের বাইরে টেনে ফেলে দেওয়া হয়েছে। আমরা কিচ্ছু করতে পারিনি। শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম।“

কিন্তু প্রশ্ন উঠছে, মণিপুরে তো বিজেপি রয়েছে ক্ষমতায়। সেখানে গেরুয়া শিবিরের ডবল ইঞ্জিনের ডঙ্কা কী হল! সেখানে কেন এই নারকীয় ঘটনা! ঘটনায় অভিযুক্ত ধরতে কেন ২ মাস সময় লাগল! তাও আবার ভিডিও ভাইরাল হওয়ার পরে সারাদেশে যখন ধিক্কার, নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। সেই ঘটনা নিয়ে বিজেপি নেত্রীর চোখে জল কোথায়? বাংলায় কোনও ঘটনা ঘটলে, ফ্যাক্ট ফাইডিং টিম চলে আসে, কিন্তু মণিপুরে যায় না, হাথরাসে যায় না, সেখানকার গণধর্ষণ নিয়ে কোনও বিজেপি নেত্রী নিন্দাও করেন না। অথচ দিল্লিতে বসে বাংলাকে বদনাম করতে নাটুকে চোখের জন ফেলতে তাঁদের আটকায় না। রাজনৈতিক মহলের মতে, রাজনীতির উর্ধ্বে উঠে নারী হিসেবে মণিপুরের ঘটনা নিয়ে তো চোখের পাতা ভেজার উচিত ছিল লকেটের।

আরও পড়ুন- “পাঁচলাকাণ্ডে কোনও উপযুক্ত তথ্য প্রমাণ মেলেনি”: সাংবাদিক বৈঠকে সাফ জবাব রাজ্য পুলিশের ডিজির

 

 

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...