বর্ষা মানেই বৃষ্টির রবিবারে খিঁচুরি,ডিমের ওমলেট। তেমন বর্ষা মানেই চুল ওঠা। একটা দুটো নয়। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় গোছা গোছা চুল উঠবেই। এই সময় চুল বেশি তৈলাক্ত হয়ে পড়ে। চুলের গোড়াও আলগা হয়ে যায়। তাই চুলে চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠতে শুরু করে। ঘন ঘন শ্যাম্পু না করলে এই সমস্যা আরও বেড়ে যায়। তাই চুলের চাই বিশেষ যত্ন। বাজারচলতি প্রসাধনী ব্যবহারে সাময়িক সমাধান পেতে পারেন, কিন্তু তার দীর্ঘস্থায়ী কোনও সুফল নেই। তাহলে উপায়? আসুন জেনে নিই কী করলে চুল ওঠা থেকে রেহাই পেতে পারি-

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল এখন কমবেশি সকলেই জানেন কতটা উপকারী। তবে শুধু ত্বকের জন্যই নয়। একইসঙ্গে চুলও ভাল রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল।চুল ঝরার পরিমাণও কমে। অ্যালোভেরা জেল চুলের গোড়ায় ভাল করে মালিশ করে ৩০ মিনিট রেখে দিন। অ্যালোভেরা জেল সপ্তাহে এক দিন ব্যবহার করলেই চলবে। এই প্যাক চুল উজ্জ্বল, মসৃণ এবং শক্তিশালী করে তোলে।

মধু এবং দই
ত্বকের পাশাপাশি চুলেও ব্যবহার করতে পারেন এই দুই উপকরণ। বিশেষ করে চুল ঝরা থামাতে মধুর সঙ্গে দই মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। দু’চামচ মধুর সঙ্গে আধ কাপ দই মিশিয়ে চুলে লাগাতে পারেন। ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন। চুল ঝরা কমবে।

কলা এবং নারকেল তেল

চুলের জন্য এই দু’টিই অত্যন্ত উপকারী। কলা চুলের রুক্ষতা দূর করে। নারকেল তেল চুলে পুষ্টি জোগায়। পাকা কলা ভাল করে চটকে নারকেল তেলে মিশিয়ে চুলে মেখে নিন। ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। উসকোখুসকো চুলের অন্যতম দাওয়াই এই প্যাক। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই হবে। চুল ঝরা আপনাআপনিই বন্ধ হবে।
