Saturday, August 23, 2025

প্রধানমন্ত্রী কবে জবাবদিহি করবেন? মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে সরব তৃণমূল!

Date:

Share post:

একের পর এক লজ্জার ঘটনা খবরের শিরোনামে উঠে আসছে। মণিপুর (Manipur)রাজ্যের নাম শোনা মাত্রই শিউরে উঠছে দেশবাসী। ২ যুবতীকে নগ্ন করে রাস্তার মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে দুই বোনের গণধর্ষণ(Gang Rape)- বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা নিচু করে দিয়েছে। কোথায় মনিপুরের আইন-শৃঙ্খলা? মুখে কুলুপ এঁটে বসে আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। আর বিরোধীদের প্রতিবাদের জেরে চাপের মুখে নিজের গদি বাঁচানোর তাগিদে ৭৪ দিন পর বুলি ফুটেছে প্রধানমন্ত্রীর (PM) মুখে। কিন্তু মহিলাদের অসম্মান অপমান বাংলা কোনভাবেই মেনে নেবে না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই স্পষ্ট ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার মণিপুরের আইন শৃঙ্খলা নিয়ে নিন্দার সরব তৃণমূল কংগ্রেস (TMC)।

৪ মে দুই নির্যাতিতার ভাইরাল ভিডিও লোকের চোখে চোখে ঘুরেছে। গত ১৫ মে একটি ১৮ বছর বয়সী এক মহিলা মণিপুরের ইম্ফলে অপহৃত, লাঞ্ছিত এবং গণধর্ষণ এর শিকার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ২১ জুলাই তিনি পুলিশের কাছে গিয়েছিলেন, তারপরে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। ধর্ষিতা মহিলা যিনি পার্শ্ববর্তী রাজ্য নাগাল্যান্ডের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি ছিলেন, শুক্রবার কাংপোকপি পুলিশের কাছে তিনি নিজে গিয়েছিলেন। তারপরে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় আক্রমণ, খুনের চেষ্টা, অপহরণ, গণধর্ষণ, এবং তফসিলি উপজাতিদের বিরুদ্ধে নৃশংসতার বিরুদ্ধে FIR করা হয়। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ইম্ফল পূর্ব স্টেশনে স্থানান্তর করা হয়েছে। ব্যস এইটুকুই? প্রকৃত দোষীকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের তৎপরতা কই? এই অবস্থায় টুইট বার্তায় নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। টুইট করে এদিন লেখা হয়, ‘মণিপুরের ট্র্যাজেডির শেষ নেই! একটি ১৮ বছর বয়সী তরুণীকে চারজন সশস্ত্র পুরুষের হাতে তুলে দিয়েছে মহিলা সতর্ককারীরা। ১৫ মে মণিপুরের ইম্ফল পূর্বে তাঁকে লাঞ্ছিত এবং গণধর্ষণ করা হয়েছিল। যদি এক মাসেরও বেশি সময় পরে এই ধরনের নৃশংস ঘটনা জনগণের নজরে আসে, তবে এখনও যা লুকানো আছে তা সত্যিই ভয়ানক হবে। আর কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং সম্পূর্ণ আইনশৃঙ্খলা ব্যর্থতার জবাবদিহি করবেন?’

 

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...