Wednesday, August 27, 2025

গদি বাঁচাতে ‘উদার’ মোদি! সামান্য বাড়ালো EPF-এর সুদের হার

Date:

Share post:

আগামী বছর কেন্দ্রের লোকসভা নির্বাচন(Loksava Election)। তার আগে মানুষের মনে ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে উদ্যোগী মোদি সরকার(Modi Govt)। সেই লক্ষ্যেই করোনাকাল থেকে দফায় দফায় সুদের হার কমানোর পর অবশেষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র সুদের হার কিছুটা হলেও বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। সুদ বাড়লো ০.৫ শতাংশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য EPF অ্যাকাউন্টের জন্য সুদের হার ৮.১০ শতাংশের পরিবর্তে দেওয়া হবে ৮.১৫ শতাংশ করে।

২০২২-২৩ অর্থ বছরের জন্য এই সুদ বাড়ানোর সিদ্ধান্তে সোমবারই ছাড়পত্র দিয়েছে ইপিএফ। সংস্থার তরফে জানানো হয়েছে, গত আর্থিক বছরে আমানতের উপরে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ইপিএফ কর্তৃপক্ষ(EPFO) তাদের সমস্ত শাখা অফিসকে জানিয়েছে, ৮.১৫ শতাংশ হারে সুদ আমানতকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকার ১৯৫২ এর কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড স্কিমের প্যারা ৬০(১) এর অধীনে এই সুদ বাড়ানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইপিএফ(EPF)  স্কিমের প্রতিটি সদস্যকে এবার থেকে এই হারে সুদ দিতে হবে। তবে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও গত কয়েক বছরে যেভাবে দফায় দফায় সুদ কমিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তার তুলনায় এই সুদ বৃদ্ধি অত্যন্ত সামান্যই বলে দাবি করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞেরা। অবশ্য রাজনৈতিক মহলের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মানুষের মন জয়ে সচেষ্ট মোদি সরকার। তাই চেনা অঙ্কে এখন থেকেই জনদরদী ভূমিকা নিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগে ২০১৮-১৯ সালে ইপিএফ-এর সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। পরিসংখ্যান বলছে, এরপর থেকে কোভিড কালে দফায় দফায় সুদ কমিয়ে তা নামিয়ে আনা হয়। ২০২১-২২ অর্থবর্ষে এই সুদ একেবারে নামিয়ে আনা হয় ৮.১ শতাংশে। সেখান থেকেই এবার ভোটের আগে সাধারণ মানুষকে কাছে টানতে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার।

spot_img

Related articles

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-সংযোগ নিন: পুজো উদ্যোক্তাদের পরামর্শ অরূপের, খুলল কন্ট্রোল রুম

পুজোর সময় পুলিশ-প্রশাসনের পাশাপাশি দিনরাত সজাগ থাকে বিদ্যুৎ দফতর। উৎসবের দিনে ছুটি না নিয়েই কাজ করেন দফতরের কর্মীরা।...

গাড়িসহ নদীতে ভাঙল সেতু, জম্মুতে ফুঁসছে একের পর এক নদী: মৃত্যুতে শোক অভিষেকের

একের পর এক রাস্তা ধসে যাচ্ছে। একের পর এক বাধে বিপদসীমা অতিক্রম করছে জম্মু ও কাশ্মীরের প্রতিটি নদী।...

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...