Monday, August 25, 2025

পিৎজা ডেলিভারির টোপ! ভারতীয় পড়ুয়ার ম.র্মান্তিক পরিণতিতে প্রশ্নের মুখে কানাডা পুলিশ

Date:

Share post:

কানাডায় (Canada) পিৎজা ডেলিভারি (Pizza Delivery) করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন এক ভারতীয় পড়ুয়া (Indian Student)। পুলিশ সূত্রে খবর, পড়াশোনার পাশাপাশি পিৎজা ডেলিভারির কাজ করতেন ওই পড়ুয়া। আর পিৎজা অর্ডারের নামে এবার ভারতীয় পড়ুয়াকে ডেকে খুনের অভিযোগ উঠল একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃতের পরিবার সূত্রে খবর, দীর্ঘ দু’বছর কানাডায় থেকে পড়াশোনা করতেন ওই যুবক। আর পড়াশোনা শেষ করেই কানাডাতে ব্যবসার পরিকল্পনা ছিল মৃত বছর চব্বিশের পড়ুয়ার। মৃতের নাম গুরবিন্দর নাথ (Gurwinder Nath)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুলাই মিসিসউগার ব্রিটানিয়া এলাকায় পিৎজা ডেলিভারি করতে যান ওই যুবক। সেখানেই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম হন গুরবিন্দর। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখেই তাঁর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে গুরবিন্দরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ট্রমা কেয়ারে থাকার পর গত ১৪ জুলাই তাঁর মৃত্যু হয়। তবে গুরবিন্দরের মৃত্যুর বেশ কয়েকদিন পরে ঘটনাস্থলের ৫ কিলোমিটার দূরে পাওয়া যায় তাঁর বাইকটি। পরে ঘটনার তদন্তে নেমে স্থানীয় পুলিশ জানতে পারে, সম্ভবত ইচ্ছা করেই খুন করা হয়েছে গুরবিন্দরকে। সেই জন্যই পরিকল্পনা করে পিৎজা ডেলিভারির নামে তাঁকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

তবে মৃত ভারতীয় পড়ুয়ার সঙ্গে দুষ্কৃতীদের পরিচয় ছিল না বলেই অনুমান পুলিশের। পুলিশি তদন্তে আরও উঠে এসেছে, বেশ কয়েকজন দুষ্কৃতী একসঙ্গে মিলে হামলা চালিয়েছে গুরবিন্দরের উপর। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, আগামী ২৭ জুলাই ভারতে উড়িয়ে আনা হবে গুরবিন্দরের মৃতদেহ।

 

 

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...