Monday, August 25, 2025

প্রয়োজন নেই: চিনা সংস্থার ৮০০০ কোটি বিনিয়োগের প্রস্তাব ফেরালো কেন্দ্র

Date:

Share post:

চিনা গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিওয়াইডি কোম্পানির একশো কোটি ডলার লগ্নির প্রস্তাব ফেরাল ভারত। ভারতীয় মুদ্রায় অঙ্কটা ৮০০০ কোটির কম নয়। হায়দরাবাদের মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে হাত মিলিয়ে বৈদ্যুতিন গাড়ি তৈরির প্রকল্প স্থাপনের প্রস্তাব দিয়েছিল চিনের সংস্থাটি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সরকার তা খারিজ করে দিয়েছে মোদি সরকার।

ভারতীয় নিয়ম অনুযায়ী, অটোমোবাইল সেক্টরে প্রত্যক্ষ বিদেশি লগ্নির জন্য অনুমোদনের প্রয়োজন নেই। কিন্তু সীমান্ত সংলগ্ন দেশগুলি থেকে লগ্নির প্রস্তাবে বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র প্রয়োজন। সেই মতো চিনা কোম্পানির এই লগ্নি নিয়ে অন্যান্য সরকারি দফতরের কাছ থেকে মতামত চায় DPIIT। কিন্তু সব কিছু পর্যালোচনার পর প্রস্তাবটি নাকচ করে দেয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশে চিনা বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। তাছাড়া চিনের নিজস্ব প্রযুক্তি নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে কেন্দ্রের। সেই হিসেবে এই প্রস্তাব খারিজ করা হয়।

উল্লেখ্য, বিক্রির নিরিখে সবথেকে বড় বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি। এ দেশে তারা প্রতি বছর 10,000-15,000 বৈদ্যুতিক গাড়ি উত্পাদন করার প্রস্তাব দিয়েছিল। হায়াদরাবাদের রাস্তা, ব্রিজ নির্মাণকারী সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফাসস্ট্রাকচার লিমিটেড-এর সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল চিনা কোম্পানিটি।
আরও জানা গিয়েছে, এই পরিকল্পনা টাকা বিনিয়োগ করত মেঘা এবং যাবতীয় প্রযুক্তি সরবরাহ করত বিওয়াইডি। কারখানা গড়ে তোলার পাশাপাশি চার্জিং স্টেশন, রিসার্চ সেন্টার ইত্যাদি তৈরি করার পরিকল্পনা রাখা হয়েছিল প্রস্তাবে। কিন্তু দুই সংস্থার এই পরিকল্পনা-কে অসম্মতি জানাল মোদি সরকার।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...