Monday, December 29, 2025

অভিযুক্তদের থেকে আদায় করে ৫০ হাজার টাকা জরিমানা আদালতে জমা দিতে হবে শিক্ষা দফতরকে   

Date:

Share post:

রাজ্যের শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। আগামী দশ দিনের মধ্যে হাইকোর্টের লিগ্যাল এইড সার্ভিসে এই জরিমানার অঙ্ক জমা দিতে হবে। তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাঁদের থেকে টাকা আদায় করে জরিমানার অঙ্ক জমা দিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এর পাশাপাশি আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট আদালতে জমা করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারিকে।

মঙ্গলবার একটি মামলায় এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, ২০১৬ সালে হাইকোর্টের তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ এখনও কার্যকর না হওয়ায় নতুন করে বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পূর্ব মেদিনীপুরে ২০১২ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ নিয়ে আদালতে একটি মামলা হয়েছিল। ২০১৬ সালের ওই মামলায় আদালত শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই সময়ে স্বজন পোষণের মাধ্যমে কাদের চাকরি হয়েছিল, সেই বিষয়টি তদন্ত করে দেখতে বলেছিল হাইকোর্ট। কিন্তু ২০১৬ সালের পর থেকে এতগুলি বছর পেরিয়ে যাওয়ার পরও সেই নির্দেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ওই সময়ে বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাঁদের চাকরি বাতিল করা হোক। একইসঙ্গে বিষয়টি যাতে আদালত তদন্ত করে দেখার নির্দেশ দেয়, সেই আবেদনও জানানো হয়।সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার শিক্ষা দফতরকে এই নির্দেশ দিয়েছে আদালত। আদলতের কড়া পর্যবেক্ষণ, যদি প্রিন্সিপাল সেক্রেটারির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই না থাকে, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত। আগামী ১২ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি।

 

spot_img

Related articles

ভারতে আক্রান্ত খ্রিস্টানরা: সরব পাকিস্তান, সাফাই দেওয়ার চেষ্টা ভারতের

প্রথমবার স্বাধীন পাকিস্তান সরকার সরকারিভাবে বড়দিন পালন করেছে ২০২৫ সালে। আর ঠিক সেই বছরেই প্রতিবেশী ভারতে একের পর...

ক্যানসার যুদ্ধে প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক

বছর শেষে দুঃসংবাদ টলিপাড়ায়। মারণরোগে মৃত্যু হল অভিনেত্রী শ্রাবণী বণিকের। শেষ কয়েক সপ্তাহ ধরে রাজারহাট ক্যান্সার হাসপাতালে ভর্তি...

চরম ঔদ্ধত্য! শুভেন্দুর কনভয়ের গাড়ির বেপরোয়া গতি, ধাক্কায় আহত মা-শিশু

চরম ঔদ্ধত্য! হেঁড়িয়া ক্রসিং মোড়ে বিজেপির (BJP) বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের (Convoy) বেপরোয়া গতি। কনভয়ে থাকা...

ভূগর্ভস্থ জল নিয়ে উদ্বেগ! সমীক্ষা শুরু ঝাড়গ্রামে 

কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের ১০টি ব্লককে ভূগর্ভস্থ জলস্তরের দিক থেকে সংকটজনক হিসেবে চিহ্নিত করার পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।...