Thursday, August 21, 2025

এশিয়ান গেমস খেলবে ভারতীয় ফুটবল দল, মিলল ছাড়পত্র

Date:

Share post:

ভারতীয় ফুটবলের (Indian football)জন্য বড়ট সুখবর। এশিয়ান গেমসে (Asian Games)ভারতের পুরুষ ও মহিলা দলের অংশগ্রহণের জন্য সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। সুনীলের নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল (Indian Football Team)এবার এশিয়ান গেমসে নামবে। বেশ কিছুদিন ধরে দারুণ ফর্মে আছেন ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সাফ কাপ জেতার পর খোশ মেজাজেই আছেন অধিনায়ক। ভারতের ভাল পারফরমেন্সের পর এশিয়াডে খেলা নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন ভারতীয় ফুটবল (Indian Football)প্রেমীরা। সুনীল ছেত্রী (Sunil Chhetri) এই ব্যাপারে আশাবাদী ছিলেন। তিনি বলছেন এশিয়ান গেমসে (Asian Games) খেলা অবশ্যই গুরুত্বপূর্ণ । শুধু নিজের জন্যই নয় টিমের জন্য এটা দরকার বলে মনে করছেন ক্যাপ্টেন। অবশেষে অপেক্ষার অবসান, মিলল ছাড়পত্র। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) টুইট করে ঘোষণা করে দেন যে ভারতের পুরুষ ও মহিলা দল এবার এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে।

বেশ কিছুদিন ধরেই এশিয়ান গেমসে খেলার অনুমতির অপেক্ষায় ভারতীয় দল। বর্তমান সিনিয়র দলে সাত জন অনূর্ধ্ব ২৩ ফুটবলার রয়েছে। যেহেতু তিনজন ২৩-ঊর্ধ্ব ফুটবলার খেলানো যাবে, তাই অধিনায়ক সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং ডিফেন্ডার সন্দেশ তৈরি রয়েছেন। চলতি বছর দারুণ ছন্দে রয়েছে ভারতের ফুটবল দল। এরপরই ভারত যাতে এশিয়াডে অংশ নিতে পারে, সেই কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে অনুরোধ করেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ। ভারতের অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের জন্য এবার সুযোগ পাচ্ছিল না ফুটবল দল। ক্রিকেট এবং অন্যান্য খেলার সুযোগ হলেও পায়ে পায়ে লড়াইয়ের অনুমতি মিলছিল না। আজ অনুরাগ ঠাকুর টুইটে লেখেন, ‘আমাদের ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। দেশের ক্রীড়ামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে দুই দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য নিয়ম শিথিল করা হবে। পুরনো নিয়ম অনুযায়ী, দুই দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সেটা শিথিল করা হচ্ছে। বর্তমান সময়ে তাদের পারফরম্যান্স দেখে মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ছাড় দেওয়ার ব্যাপারে। আমি নিশ্চিত দল এবার নিজেদের সেরাটা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবে।’

খবর পেয়ে উচ্ছ্বসিত সুনীল। তিনি বলেন, ক্রিকেট দলের মতো এবার ফুটবল দল তরুণদের নিয়ে তৈরি হচ্ছে। ফলে এশিয়ান গেমসে পদক জয়ে তরুণরাই হতে চলেছে ভরসা। তবে নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য আজ বিশেষ একটা দিন।

 

 

spot_img

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...