পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) মক্কা (Macca) থেকে মনোনয়ন জমা (Nomination) দিয়েছিলেন। যা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা গড়ায়। হাইকোর্ট প্রশ্ন তোলে সুদূর সৌদি আরবে (Saudi Arabia) বসে কীভাবে মনোনয়ন জমা দিলেন ওই প্রার্থী? এরপরই হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তে নামে সিআইডি (CID)। সেই মামলাতেই বিডিওর (BDO) পর এবার বিডিও অফিসের ৪ কর্মীকে তলব করলেন রাজ্য গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, মিনাখাঁ (Minakha) বিডিও অফিসের ওই চার কর্মীকে বৃহস্পতিবারই ভবানীভবনে (Bhawani Bhawan) দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মিনাখাঁর কুমারজোলর এলাকার প্রার্থী মইনুদ্দিন গাজি হজ করতে সৌদি আরবের মক্কায় যান গত ৪ জুন। তারপরই ঘোষণা হয়ে যায় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। এরপরই মক্কাতে বসেই তিনি পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন। সেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই তৈরি হয় বিতর্ক। মক্কায় বসে কীভাবে মিনাখাঁর বিডিও অফিসে মনোয়ন জমা দিলেন ওই প্রার্থী তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। এরপরই হাইকোর্টে গড়ায় বিষয়টি।

পরে অবশ্য মইনুদ্দিন গাজির মনোনয়ন বাতিল করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। এর আগে হাইকোর্টের নির্দেশ মেনে গত ২৪ জুলাই মিনাখাঁর বিডিও অফিসে যায় সিআইডি। তারপরই ৪ আধিকারিককে বৃহস্পতিবার ভবানীভবনে তলব করা হল।
