Monday, August 25, 2025

মণিপুর ইস্যুতে বিধানসভায় নিন্দাপ্রস্তাব তৃণমূলের, সোমে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গত ৩ মাস ধরে হিংসাদীর্ণ উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর(Manipur)। উঠে আসছে একের পর এক ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা। মণিপুরের ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রেখে এবার বিধানসভায়(Assembly) নিন্দা প্রস্তাব আনতে চলেছে শাসকদল তৃণমূল(TMC)। এই মর্মে সম্প্রতি বিধানসভায় আবেদন জানিয়েছিলেন ৮ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, তাপস রায়, বিরবাহা হাঁসদা, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কল্লোল খান এবং অশোক কুমার দেব। তাতে সম্মতি দিয়ে শুক্রবার নিন্দা প্রস্তাব প্রসঙ্গে বিধানসভার তরফে সকল সদস্যকে অবগত করে এক বিজ্ঞপ্তি পেশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই নিন্দা প্রস্তাব উপলক্ষ্যে সোমবার বিধানসভায় ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মণিপুরের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে বিধানসভার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ মাস ধরে জ্বলছে মণিপুর। যার জেরে ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এই ঘটনা শুধু মণিপুরের ভাবমূর্তিই নয়, সমগ্র দেশের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ভয়াবহ হিংসার জেরে সাধারণ মানুষের মৌলিক অধিকার ব্যহত হচ্ছে। বিশেষ করে মহিলাদের উপর চলছে নারকীয় অত্যাচার। চলছে অগ্নিসংযোগ লুঠপাট। নৃশংস এই ঘটনা সামাল দিতে ব্যর্থ সেখানকার প্রশাসন। সম্প্রতি রাজ্যের শাসকদলের ৫ সদস্যের প্রতিনিধি দল মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষন করে জানিয়েছে সেখানকার বীভৎস অবস্থার কথা। সেখানকার জনজীবন বিপর্যস্ত, সবচেয়ে বেশি ভুক্তভোগী মহিলারা। এই অবস্থায় মণিপুরে ঘটে চলা অমানবিক নৃশংস কর্মকাণ্ডের জোরালো ভাষায় নিন্দা জানাচ্ছে বিধানসভা। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আবেদন জানাচ্ছে মণিপুরে শান্তি ফেরাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। মণিপুরে শান্তি ও সম্প্রীতি ফেরানোর লক্ষ্যেই আগামী সোমবার এই নিন্দা প্রস্তাব পেশ হতে চলেছে বিধানসভায়।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...