Monday, November 10, 2025

আজ মণিপুরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবে ‘INDIA’ !

Date:

Share post:

জাতি দাঙ্গার আগুনে দ্বগ্ধ মণিপুর(Manipur)। তিন মাস ধরেই পরিস্থিতি চললেও বিজেপির (BJP Government) ডাবল ইঞ্জিন সরকারের তাতে হেলদোল নেই। শনিবার মণিপুরের (Manipur) পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছে ‘ইন্ডিয়া’(I.N.D.I.A) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল। বিকালে রাজধানী ইম্ফলে পৌঁছে বিমানবন্দর থেকেই কপ্টারে করে সরাসরি অশান্ত চূরাচন্দ্রপুর যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে নির্যাতিতা-সহ কুকি সম্প্রদায়ের নেতা ও মহিলা গোষ্ঠীর সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন ‘ইন্ডিয়া’র (I.N.D.I.A) সদস্যরা। আজ রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। তাঁদের কথায় দেশের এই রাজ্যের পরিস্থিতি যেকোনও মানুষের চোখে জল আনবে।

আদিবাসী কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে (Woman) নগ্ন করে রাস্তা দিয়ে হাতিয়ে নিয়ে যাওয়া এবং পরে তাঁদের গণধর্ষণের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদী গোটা দেশ। ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল ওই মহিলাদের পরিবারের সঙ্গে দেখা করেন। জানা গেছে নগ্ন করে যে মহিলাকে রাস্তায় হাঁটানো হয়েছিল তাঁর মা পাথর অনুরোধ জানিয়েছেন ইন্ডিয়ার কাছে। তিনি বলছেন তার স্বামী এবং ছেলেকে সেদিনই খুন করা হয়েছিল কিন্তু আজও তাঁদের মৃতদেহ চোখের দেখা দেখতে পাননি। এই মহিলা জানান এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে আলোচ্য দুই সম্প্রদায় কখনোই আর বোধহয় একসঙ্গে থাকতে পারবে না। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “ধর্ষণ এবং খুন দুটোই পুলিশের সামনে করা হয়েছিল। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমি এই বিষয়টি রাজ্যপালের কাছে উত্থাপন করব।” একই কথা শোনা গেছে ডিএমকে সাংসদ কানিমোঝির মুখেও।মণিপুর পরিদর্শনে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকে-র কানিমোঝি, আরজেডি-র মনোজ কুমার ঝা, জেডি(ইউ) প্রধান রাজীব রঞ্জন (লালন) সিং-সহ ১৬ টি রাজনৈতিক দলের ২১ জন প্রতিনিধি। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করার পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁদের।

 

 

 

spot_img

Related articles

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...