Saturday, December 20, 2025

“এখন অনেকটাই সুস্থ, হাত নেড়ে সাড়া দিচ্ছেন”: বুদ্ধদেবকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিনদুয়েক আগেই সিওপিডির (COPD) গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। সোমবার দুপুরেই তাঁকে ভেন্টিলেশন (Ventilation) থেকে বের করে নন ইনভেসিভ ভেন্টিলেশনে (Non Invasive Ventilation) স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সোমবার বিকেলে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আলিপুরের বেসরকারি হাসপাতালে গেলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বেশ কিছুক্ষণ হাসপাতালে থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। বিধানসভার বাদল অধিবেশনের (Assembly Monsoon Session) কাজ সেরে মমতা সোজা চলে যান আলিপুরের বেসরকারি হাসপাতালে। সেখানে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মমতা। জানতে চান বুদ্ধদেবের বর্তমান শারীরিক অবস্থার কথা।

পরে হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁর জ্ঞান আছে। হাত নেড়ে সাড়া দিচ্ছেন। আমার দেখে মনে হল, এখন অনেকটাই সুস্থ আছেন। ওঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে, বাইপ্যাপ চলছে। তবে আমি তো ডাক্তার নই। তাই সবটা বলতে পারব না। মেডিক্যাল বোর্ডে যাঁরা আছেন, তাঁরা ভালো বলতে পারবেন।” একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা পরিষেবার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “হাসপাতালে ট্রিটমেন্ট চলছে। ওঁরা সকলে সাধ্যমতো চেষ্টা করছেন। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে সোমবার সকালেই সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। সেই রিপোর্টে দেখেই হাসপাতালের চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এরপরই তাঁর ভেন্টিলেশন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর বেলা গড়ালে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

গত শনিবার দুপুরে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিকিৎসকদের দাবি আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছেন তিনি। শরীরে কমেছে ক্রিয়েটিনিনের মাত্রাও। চিকিৎসকদের ডাকে ইশারায় হ্যাঁ বা না বোঝানোর চেষ্টা করছেন তিনি। এদিকে সোমবার সকালে বুদ্ধদেবের ব্লাড প্রেসার স্বাভাবিক রয়েছে বলে হাসপাতালের মেডিক্যাল বোর্ড সূত্রে খবর। বর্তমানে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন আছেন শনিবারই ফোনে খোঁজখবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার নিজেই উপস্থিত হন হাসপাতালে।

 

 

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...