Thursday, August 21, 2025

ফেসবুক দেখে হাসপাতালে ছুটলেন তৃণমূল বিধায়ক, রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুমুর্ষ রোগীর

Date:

Share post:

প্রয়োজনীয় ‘ও’ পজিটিভ রক্তের। কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালে মজুত ছিল না ওই গ্রুপের রক্ত। কাছাকাছি ছিল না আর কোনও হাসপাতাল বা ব্লাড ব্যাংক। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা হতদরিদ্র দুলাল মণ্ডল। সোমবার রাতে আচমকা তাঁর স্ত্রী মাধবী অসুস্থ হয়ে পড়েন।
দ্রুত ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান খুব দ্রুত রক্ত দিতে হবে। মাধবী রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। কিন্তু হাসপাতালে ওই গ্রুপের রক্ত ছিল না। অথচ জরুরি পরিস্থিতিতে রোগীকে রক্ত দিতে না পারলে পরিণতি খারাপ হতে পারে বলে ইঙ্গিত দিতে থাকে হাসপাতাল।

দুলাল ও মাধবীর ছেলেরা ‘ও’ পজিটিভ রক্তের জন্য এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না ওই রক্ত। পরিচিতদের মধ্যেও কারও ওই গ্রুপের রক্ত নয়। এমন পরিস্থিতিতে প্রতিবেশি যুবক তাপস মণ্ডল বুদ্ধি করে ‘ও’ পজিটিভ রক্ত চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান। সেই পোস্টই ম্যাজিকের কাজ করে।

তাপসের পোস্ট চোখে পড়ে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের। সেই পোস্ট দেখা মাত্র নিজে ফোন করে রোগীর পরিবারকে জানান, তিনি রক্ত দেবেন। কারণ, তাঁরও ব্লাড গ্রুপ ‘ও’ পজিটিভ। এরপর মানবিক বিধায়ক সোজা চলে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে। রক্ত দেন তিনি। তাঁর দেওয়া রক্তে মাধবী নতুন জীবন ফিরে পান।

মানবিক বিধায়ক বলেন, “আমার রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। আমার মা নেই। হাসপাতালের বেডে মরণাপন্ন ওই মাকে বাঁচাতে রক্তদান করেছি। আমার রক্তে তাঁর প্রাণ বেঁচেছে জেনে ভাল খুব লাগছে।”

 

 

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...