Thursday, November 6, 2025

ফেসবুক দেখে হাসপাতালে ছুটলেন তৃণমূল বিধায়ক, রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুমুর্ষ রোগীর

Date:

Share post:

প্রয়োজনীয় ‘ও’ পজিটিভ রক্তের। কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালে মজুত ছিল না ওই গ্রুপের রক্ত। কাছাকাছি ছিল না আর কোনও হাসপাতাল বা ব্লাড ব্যাংক। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা হতদরিদ্র দুলাল মণ্ডল। সোমবার রাতে আচমকা তাঁর স্ত্রী মাধবী অসুস্থ হয়ে পড়েন।
দ্রুত ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান খুব দ্রুত রক্ত দিতে হবে। মাধবী রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। কিন্তু হাসপাতালে ওই গ্রুপের রক্ত ছিল না। অথচ জরুরি পরিস্থিতিতে রোগীকে রক্ত দিতে না পারলে পরিণতি খারাপ হতে পারে বলে ইঙ্গিত দিতে থাকে হাসপাতাল।

দুলাল ও মাধবীর ছেলেরা ‘ও’ পজিটিভ রক্তের জন্য এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না ওই রক্ত। পরিচিতদের মধ্যেও কারও ওই গ্রুপের রক্ত নয়। এমন পরিস্থিতিতে প্রতিবেশি যুবক তাপস মণ্ডল বুদ্ধি করে ‘ও’ পজিটিভ রক্ত চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান। সেই পোস্টই ম্যাজিকের কাজ করে।

তাপসের পোস্ট চোখে পড়ে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের। সেই পোস্ট দেখা মাত্র নিজে ফোন করে রোগীর পরিবারকে জানান, তিনি রক্ত দেবেন। কারণ, তাঁরও ব্লাড গ্রুপ ‘ও’ পজিটিভ। এরপর মানবিক বিধায়ক সোজা চলে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে। রক্ত দেন তিনি। তাঁর দেওয়া রক্তে মাধবী নতুন জীবন ফিরে পান।

মানবিক বিধায়ক বলেন, “আমার রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। আমার মা নেই। হাসপাতালের বেডে মরণাপন্ন ওই মাকে বাঁচাতে রক্তদান করেছি। আমার রক্তে তাঁর প্রাণ বেঁচেছে জেনে ভাল খুব লাগছে।”

 

 

 

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...