Wednesday, January 14, 2026

বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে, ফের কলকাতায় বাড়বে গরম

Date:

Share post:

বঙ্গোপসাগরের উপর থেকে অতি গভীর নিম্নচাপ সরে গিয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থান করছে সেই নিম্নচাপ। স্বভাবতই পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা করে হচ্ছে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাবে।

আরও পড়ুনঃবিদেশের মাটিতে চুটিয়ে প্রেম করছেন হৃতিক! নিজেই পোস্ট করলেন প্রেমিকার ছবি 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে এই মুহূর্তে রাঁচী থেকে ১০০ কিলোমিটার পূর্বে পুরুলিয়ার উপর অবস্থান করছে। ক্রমে এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিমে এগোবে। ঝাড়খণ্ডের উপর দিয়ে যেতে যেতে আগামী ১২ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিক্ষয় করবে। এর ফলে পুরুলিয়ার বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায়  পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে আরও দুর্বল হবে। এর অভিমুখ  হবে মধ্যপ্রদেশ ও  উত্তরপ্রদেশের দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং গরম আরও বাড়বে।দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

কলকাতায় আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে।

spot_img

Related articles

অনূর্ধ্ব ১৯ দলে থাকলেও আগামীতে যুব বিশ্বকাপ খেলতে পারবেন না বৈভব

বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ(U19 World cup)। আয়ূষ মাত্রের নেতৃত্বে ভারতীয় দল খেললেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে সেই...

ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ!

ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেকে আতঙ্কে মারা যাচ্ছেন আবার...

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...