ডানকুনিতে ভু.য়ো কল সেন্টারের চক্র ফাঁ.স পুলিশের!

চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Cimmisionerate) বড় সাফল্য! হুগলির ডানকুনিতে (Dankuni, Hooghly) একটি গোডাউনে আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চলছিল বলে পুলিশের কাছে খবর আসে। গোপনে হানা দিয়ে সেই অবৈধ চক্রের পর্দা ফাঁস করল চন্দননগর পুলিশ কমিশনারেট। ঘটনাস্থল থেকে ইতি মধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত ৬টি ডেস্কটপ ,মনিটর,কীবোর্ড ও অন্যান্য নথি।

পুলিশ সূত্রে খবর মূলত এই কল সেন্টারের আড়ালে বিদেশী নাগরিকদের প্রচারিত করার কাজ চলত।বিশেষত নামী অনলাইন সাইটের প্রতিনিধির নাম করে এরা আমেরিকা,কানাডা, অস্ট্রেলিয়ার নাগরিকদের প্রতারণা করতো।এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার বিশেষজ্ঞদের (Cyber Expert) সাহায্য নিয়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে । ইতিমধ্যেই ধৃতদের নামে নির্দিষ্ট ধারায় ডানকুনি থানায় কেস শুরু হয়েছে।


 

 

 

 

Previous articleভালো আছেন বুদ্ধদেব, কবে বাড়ি ফিরবেন? জানালেন সূর্যকান্ত মিশ্র
Next articleশক্তি বাড়াল ইস্টবেঙ্গল, লাল-হলুদে সই জর্ডান এলসে এবং পার্দো লুকাসের