Wednesday, November 12, 2025

সাংসদ পদ ফেরত রাহুলের: উৎসবের মেজাজে কংগ্রেস, INDIA’কে মিষ্টিমুখ অধীরের

Date:

Share post:

মোদি পদবি মামলায় সুপ্রিম নির্দেশে স্বস্তি পেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তারপরই ফিরে পেয়েছেন নিজের সাংসদ পদ। সোমবারই লোকসভা(Loksabha) সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের (Wayanad) সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর উচ্ছ্বাসে মেতে উঠলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। ইন্ডিয়া জোটের নেতৃত্বদের করানো হল মিষ্টিমুখ। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে চলল নাচগান।

গত শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হয় রাহুল গান্ধীর কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। এরপরই রাহুল সাংসদ পদ ফেরাতে তৎপর হয়ে ওঠেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সোমবার সকালেই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, “স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি-সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ কর্মসূচি নেবে দল।” শোনা গিয়েছিল, সোমবারের মধ্যে যদি রাহুলের সাংসদ পদ না ফেরে তাহলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। যদিও তার প্রয়োজন পড়েনি। সুপ্রিম নির্দেশকে উল্লেখ করে লোকসভার সচিবালয়ের তরফে জানানো হয়, আপাতত রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানো হচ্ছে। আগামী দিনে আদালতের রায় আসা পর্যন্ত সাংসদ পদে বহাল থাকবেন কংগ্রেস নেতা। এই খবর প্রকাশ্যে আসার পরই আনন্দে মেতে ওঠেন কংগ্রেস নেতা কর্মীরা। রাহুলের বাসভবনের সামনে নানা পোশাকে সেজে চলে নাচগান। অন্যদিকে, ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীনই খবর পেয়ে মিষ্টি বিলি করেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা।

প্রসঙ্গত, বাদল অধিবেশন শেষ হতে আরও বেশ কিছুদিন বাকি আছে। তার মধ্যেই মঙ্গলবার থেকে অনাস্থা প্রস্তাবের আলোচনা হবে সংসদে। মনিপুর ইস্যুতে আনা এই অনাস্থা প্রস্তাবের আলোচনায় সংসদে রাহুলের উপস্থিতি কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...