Sunday, August 24, 2025

বিশ্ব আদিবাসী দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Date:

Share post:

জঙ্গমহলে সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে সরকারি পরিষেবা বিতরণও করবেন তিনি।পাশাপাশি আজ ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, হুগলি, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার ও পুরুলিয়ার জন্য কয়েকশো কোটি টাকার উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।তার আগে বিশ্ব আদিবাসী দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুনঃ ঝাড়গ্রামেও সবুজ ঝড়, উন্নয়নেই আস্থা সবার

মঙ্গলবার বিকেলেই ঝাড়গ্রাম পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালেই বিশ্ব আদিবাসী দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বিশ্ব আদিবাসী দিবসে সকলকে শুভেচ্ছা। আদিবাসীদের ঐতিহ্য, শিল্পকে আমরা উদযাপন করি। আদিবাসীদের নিয়ে একসঙ্গে চলার অঙ্গীকার করি। সাধারণ মানুষ জাতি, ধর্ম, বর্ণ পার্থক্যের উর্ধ্বে গিয়ে আদিবাসীদের অধিকার রক্ষা করুক। জয় জোহার।“
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিশ্ব আদিবাসী দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। টুইটারে অভিষেক লিখেছেন, “আজ, বিশ্ব আদিবাসী দিবসে, আমরা বাংলার বৈচিত্র্য ও অগ্রগতির জন্যে আদিবাসীদের মূল্যবান অবদানকে কুর্নিশ জানিয়েছি। আমরা ভবিষ্যতেও আদিবাসীদের অধিকার রক্ষা করব। জয় জোহার।”


প্রসঙ্গত,মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রামে পৌঁছনোর পরেই রামকৃষ্ণ সারদা পীঠ (কন্যা গুরুকুল)-এর মেয়েরা গানের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর ঝাড়গ্রাম রাজবাড়িতে জঙ্গলকন্যা মন্ত্রী বীরবাহা হাঁসদা-সহ জেলার নেতাদের সঙ্গে ঘরোয়াভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একইসঙ্গে ভারত জাকাত মাঝি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। পরে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে লেখেন, “শিক্ষাক্ষেত্র, নারিদের ক্ষমতায়ন ও জঙ্গলমহলের মানুষদের সার্বিক উন্নয়নের দাবি-সব কিছুই গুরুত্ব সহকারে শুনেছি এবং আগামী দিনে তাদের যেকোনও সমস্যা সমাধানেরও পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছি। এভাবেই আমরা আমাদের প্রিয় বাংলাকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যাব।”

spot_img

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...