Saturday, August 23, 2025

নির্বাচনে লড়ে দেখান: রাজ্যপালকে চ্যা.লেঞ্জ ছুড়ে তীব্র আক্র.মণ মুখ্যমন্ত্রীর, উপাচার্য বিল নিয়ে তো.প

Date:

Share post:

মুখ্যমন্ত্রী যা করছেন করতে চাইলে নির্বাচনে লড়ে জিতে আসুন। রাজ্য নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মন্তব্যের ২৪ঘণ্টার মধ্যেই ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, এক্তিয়ার বর্হিভূত কাজ করছেন রাজ্যপাল। একই সঙ্গে উপাচার্য বিল আটকানো নিয়ে সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) তীব্র আক্রমণ করেন মমতা।

ঝাড়গ্রামের মঞ্চ থেকে আনন্দ বোসের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমরা কাজ করব। আর উনি সবকিছু আটকে দেবেন। এটা বরদাস্ত করব না।” এর পরেই প্রবল আক্রমণ করেন মমতা বলেন, “ওনার কাজ সংবিধানে লেখা রয়েছে। তার বাইরে বেরিয়ে গায়ের জোরে যা খুশি করা যাবে না। তেমন মনে হলে বিজেপির হয়ে ইলেকশনে দাঁড়ান। জিতে এসে দেখান। তবে ১০০ বছরেও হবে না। কারণ, ততদিনে বিজেপি দলটাই উঠে যাবে।”

রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপাল সংঘাতে জড়ায়। অভিযোগ, রাজ্যের সঙ্গে কথা না বলেই ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য় নিয়োগ করেছেন আনন্দ বোস। বিল আটকানো নিয়ে রাজ্যপালকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আপনার সৎসাহস থাকলে বিধানসভায় শিক্ষা সংক্রান্ত যে বিলটা তৈরি হয়েছে, সেটা পাশ করিয়ে দিন। তা না করে আপনি ছাত্রছাত্রীদের রাজভবনে ডেকে বলবেন, দাঙ্গা কাকে বলে, দুর্নীতি কাকে বলে। এটা রাজ্যপালের কাজ?” এদিন তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “গর্ভনর মহাশয়, কালো চশমা পড়ে জ্ঞান দিয়ে বেরচ্ছেন। আপনি কালো চশমা পড়ুন, তাতে আমাদের কোনও আপত্তি নেই। আলিয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে ভিসি করেছেন, যিনি কেরালায় আইপিএস ছিলেন। যার সঙ্গে শিক্ষার কোনও সম্পর্ক নেই। আমাদের আপত্তিটা এখানেই।” মুখ্যমন্ত্রী জানান, ”ঝাড়গ্রামে ভিসি ও রেজিস্টারের পদ শূন্য রয়েছে। আমি আজই এই দুটো পদে নাম ঠিক করে দিয়ে যাব।”

রাজ্যে হিংসার অভিযোগ তুলে রাজভবনে পিস খুলেছেন আনন্দ বোস। সাম্প্রতিক সংযোগ দুর্নীতিদমন সেল। এর পাশাপাশি পিস ট্রেন চালানোর কথাও বলেন রাজ্যপাল। এই নিয়ে আগেই তাঁকে নিশানা করেছেন শাসকদলের নেতা কর্মীরা। এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো।


 

 

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...