Thursday, November 6, 2025

কলকাতা লিগে পুলিশ এসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

জয়ের ধারা অব‍্যাহত ইমামি ইস্টবেঙ্গল এফসি। ডার্বি জেতার পর এবার কলকাতা লিগেও জয় পেল লাল-হলুদ ব্রিগেড। সোমবার পুলিশ এসি-র বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল বিনু জর্জের ছেলেরা। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন, অভিষেক কুঞ্জম এবং বিষ্ণু। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। ম্যাচের শেষদিকে যদিও ইস্টবেঙ্গলকে জয় এনে দেন সুপার সাব পিভি বিষ্ণু।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে উঠে আসে ইস্টবেঙ্গল। সাত মিনিটেই আক্রমণ তুলে এনেছিলেন তন্ময় দাস। তাঁর হেড দারুণভাবে বাঁচান পুলিশ গোলরক্ষক শুভঙ্কর ঘোষ। ১৫ মিনিটেই গোল তুলে নেয় লাল-হলুদ। জেসিন টিকের দুর্দান্ত থ্রু পাস থেকে বল পেয়ে যান অভিষেক কুঞ্জম। বল ধরে শুভঙ্করকে একা পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান অভিষেক। এরপর  ২৭ মিনিটে ফের সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। গুনান্দ সিং সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। ৩২ মিনিটে আবারও অভিষেক গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তবে সেখান থেকেও গোল হয়নি। ইনস্টেপ ব্যবহার করতে গিয়ে বল পায়ে জড়িয়ে ফেলেন তিনি। প্রথমার্ধের শেষদিকে ধীরে ধীরে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে পুলিশ এসি। তবে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

প্রথমার্ধে সমতা ফেরাতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে লাল-হলুদের জালে বল জড়িয়ে দেন গুরনেজ সিং। ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে বল পেয়ে যান আফিফ খান। সোল টার্নে বল কাটিয়ে ক্রস করেন তিনি। সুযোগ সন্ধানী গুরনেজ দেহের ভারসাম্য কোনওমতে ঠিক রেখে বল জালে জড়ান। চোটের জন্য ইস্টবেঙ্গল খেলাতে পারেনি কুশ ছেত্রীকে। মাঝমাঠের দখল প্রথমার্ধে ইস্টবেঙ্গলের কাছে থাকলেও সময় বাড়তেই পুলিশ খেলাটা ধরে নেয়। দ্বিতীয়ার্ধে গোল করার পর, মাঝমাঠে ইস্টবেঙ্গলের একের পর এক পাস ইন্টারসেপ্ট করে নিতে থাকেন পুলিশের ফুটবলাররা। ফলে আক্রমণের ঝাঁজ বাড়াতে পারছিল না লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে গোল করা অভিষেককে তুলে নেন বিনু জর্জ। শেষদিকে মাঠে নামেন সুমন দে। নেমেই দারুণ একটা শট নেন তিনি। তবে তা সোজা শুভঙ্করের হাতে চলে যায়। ম্যাচের একেবারে শেষদিকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিষ্ণু পিভি। অভিষেকের জায়গায় নামা বিষ্ণু দারুণ ভাবে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।

আরও পড়ুন:ডার্বি অতীত, এএফসি কাপে মাছিন্দ্রা এফসিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়াই লক্ষ‍্য বাগান কোচের

 

 

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...