Wednesday, January 14, 2026

যাদবপুরের তদন্ত রিপোর্টে সন্তুষ্ট নয় ইউজিসি, ১২ প্রশ্ন সহ কড়া ই-মেল

Date:

Share post:

ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের রিপোর্টে সন্তুষ্ট নয় ইউজিসি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১২ দফা প্রশ্ন-সহ কড়া ইমেল পাঠানো হল। ইউজিসি-র নিয়মবিধি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হযেছে।যদিও দুদিন আগে গত ১৫ তারিখ যাদবপুরে গিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, যাদবপুরের প্রাথমিক রিপোর্টে সন্তুষ্ট ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিদলের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা থাকলেও, তারা আসছেন না।শিক্ষামহলের আশঙ্কা, উত্তরে সন্তুষ্ট না হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ অর্থের পরিমাণে কোপ পরতে পারে।

কী জানতে চেয়েছে ইউজিসি? জানতে চাওয়া হয়েছে, ‘মৃত্যুর আগে পড়ুয়াকে কী পদ্ধতিতে হস্টেলের রুম বরাদ্দ করা হয়েছিল ? অ্যান্টি র‍্যাগিংয়ের নম্বর, থানার নম্বর পড়ুয়াদের দেওয়া হয়েছিল ? নতুন পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের তরফে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল ? হস্টেলে বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রদের সঙ্গে যোগাযোগের কোনও প্রতিনিধি ছিলেন ?’ এমন ১২ দফা প্রশ্নের উত্তর চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল করেছে ইউজিসি। এরই পাশাপাশি, নতুন ছাত্রদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তরফে করা সার্ভে রিপোর্টও ২৪ ঘণ্টার মধ্যে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ‘র‍্যাগিং নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে চিঠি ইউজিসিকে পাঠিয়েছে তা সন্তোষজনক নয়। এ নিয়ে যাদবপুরকে চিঠিও পাঠিয়েছে ইউজিসি’। মোট ১০টি পয়েন্টে যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তর দিয়েছে। তিন্তু তাতে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবশ্য জানানো হয়েছিল, তাদের ভূমিকা নিয়ে ইউজিসি সন্তুষ্ট হয়েছে। এমনকী, এর পরে প্রত্যেক পদক্ষেপে কীভাবে এগোচ্ছে বিশ্ববিদ্যালয়, সেটা জানাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে।

 

 

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...