Wednesday, August 27, 2025

মণিপুর হিং.সার তদন্তে ২৯ মহিলা-সহ ৫৩ সদস্যের টিম গঠন সিবিআইয়ের

Date:

Share post:

মণিপুরে(Manipur) রক্তক্ষয়ী হিংসা ও নারী নির্যাতনের ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। গত কয়েকমাস ধরে চলতে থাকা হিংসার তদন্তে এবার ৫৩ সদস্যের টিম গঠন করল সিবিআই। আর এই সদস্য দলের মধ্যে ২৯ জনই মহিলা। সিবিআই সূত্রের খবর, এই প্রথম কোনও তদন্ত প্রক্রিয়ায় এত বিপুল সংখ্যক মহিলা আধিকারিককে নিয়োগ করা হল। মণিপুরে অস্ত্রাগার থেকে বন্দুক-গোলাগুলি লুট এবং হিংসার মোট ১৭টি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। প্রসঙ্গত, মণিপুর হিংসায় এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মণিপুরের ধারাবাহিক হিংসার তদন্তের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। তাঁর অধীনে থাকছেন তিনজন ডিআইজি। এদের মধ্যে দু’জনই মহিলা ডিআইজি—লাভলি কাটিয়ার এবং নির্মলা দেবী এস। থাকছেন একজন এসপি। মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত মামলাগুলির তদন্তের জন্য ২ জন মহিলা অ্যাডিশনাল এসপি এবং ৬ অন মহিলা ডিএসপিকে নিয়োগ করা হয়েছে। এর বাইরে ১৬ জন ইন্সপেক্টর এবং ১০ জন সাব ইন্সপেক্টর থাকছে ওই দলে। পাশাপাশি তদন্তে যাতে কোনওরকম পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে তার জন্য ৫৩ জনের সদস্যদলে নেই মণিপুরের কোনও আধিকারিক।

উল্লেখ্য, এখনও পর্যন্ত প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছে মণিপুরে। সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারে মরিয়া প্রশাসন। বুধবার মণিপুরের একাধিক জেলা থেকে উদ্ধার হয়েছে কিছু আগ্নেয়াস্ত্র, গ্রেনেড। তারমধ্যে রয়েছে ৮ টি বন্দুক ১১২ রাউন্ড গুলি, ৬ টি বিস্ফোরক-সহ আরও একাধিক অস্ত্রশস্ত্র। এদিকে লুঠ হওয়া ৬ হাজার অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যে শান্তি ফিরবে না বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এদিকে শান্তি ফেরাতে মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে চূড়াচাঁদপুরে বলিউড সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ প্রদর্শন করেছে কুকি-জো আদিবাসী ছাত্র সংগঠন।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...