Sunday, November 9, 2025

মাঝআকাশে বিমানে আগু*ন,বিচ্ছিন্ন যোগাযোগ!মালয়েশিয়ার বিমান দু*র্ঘটনায় মৃ*ত অন্তত ১০

Date:

Share post:

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল মালয়েশিয়া । যাত্রিবাহী বিমান রাস্তায় আছড়ে পড়ে মারা গেলেন দুই বিমান ক্রু সমেত অন্তত ১০ জন । বিমানটি ভেঙে পড়ার সময় রাস্তায় থাকা দু’জন গাড়ির চালকও নিহতদের তালিকায় রয়েছেন।

আরও পড়ুনঃ জাকির নায়েককে আমাদের হাতে দিন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আর্জি মোদির
জানা গেছে, বৃহস্পতিবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলের সেলানগর অঞ্চলের এলমিনা শহরের একটি হাইওয়ের উপরে আচমকাই আছড়ে পড়ে একটি বিমান। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় সময় দুপুর ২টো ৮ মিনিটে বেসরকারি পরিবহণ সংস্থা জেটভ্যালেট এসডিএন বিএইচডি-র বিচক্রাফট ৩৯০ মডেলের বিমানটি ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশে রওনা করেছিল।কিন্তু আচমকাই মাঝ আকাশে ঘটে যায় বিপত্তি। বিমানটি গন্তব্যে পৌঁছনোর খানিক আগেই সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ২টো ৫১ মিনিটে বিমানটির অবতরণের নির্ধারিত সময় ছিল। কিন্তু এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খানিক পড়েই রাস্তার উপর ভেঙে পড়ে বিমানটি।
সেলানগরের পুলিশ জানিয়েছে,এলমিনা শহরের হাইওয়ের উপর থেকে ওড়ার সময়ে আচমকাই বিমানটিতে আগুন ধরে যায়। হাইওয়ের উপরেই আছড়ে পড়ে বিমানটি। বিমানের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে এক গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহী মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তারা। বিমানের ধ্বংসাবশেষের ভিতর থেকে ছ’জন যাত্রী ও দুই বিমান ক্রুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিকট শব্দে ভেঙে পড়ে। ভেঙে পড়ার আগে পর্যন্ত সেটি এলোমেলোভাবে উড়তে থাকে। তারপরেই হাইওয়ের উপর আছড়ে পড়ে গোটা বিমানটিতে আগুন ধরে যায়।
কী করে এই দুর্ঘটনা ঘটল,এখনও জানা যায়নি। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে,যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগের মুহূর্তেও বিমানটি থেকে কোনও জরুরি বার্তা বা মে ডে কল আসেনি। তবে বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে। ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডের তদন্ত করে দুর্ঘটনার কারণ খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...