Saturday, August 23, 2025

অনুষ্ঠান চলাকালীন ছু.রি হাতে সটান মঞ্চে! কংগ্রেসের মহিলা বিধায়ককে আ.ক্রমণ ম.দ্যপ যুবকের

Date:

Share post:

অনুষ্ঠান চলাকালীন কংগ্রেসের মহিলা বিধায়কের (Women MLA) উপর ছুরি হাতে চড়াও হল এক যুবক। ছত্তিশগড়ের (Chattisgarh) ঘটনা। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে আচমকাই ওই মঞ্চে মদ্যপ অবস্থায় ছুরি হাতে উঠে পড়ে অভিযুক্ত যুবক। তারপরই কংগ্রেস বিধায়ক চন্নী চান্দু সাহুর (Channi Chandoo Sahoo) উপর লাগাতার আক্রমণ করতে শুরু করে। তবে মঞ্চে থাকা অন্যদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে ঠিক কী কারণে মহিলা বিধায়কের উপর হামলা চালানো হল তা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু ইতিমধ্যে অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে ছত্তিশগড়ের জোধরা গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেন কংগ্রেসের বিধায়ক চন্নী চান্দু সাহু। ছত্তিশগড়ের খুজ্জি কেন্দ্রের বিধায়ক তিনি। জানা গিয়েছে, ওই দিন অন্যান্যদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক। সেই সময়েই মদ্যপ অবস্থায় ছুরি হাতে মঞ্চে উঠে আসে ওই যুবক। এরপরই কংগ্রেস বিধায়কের দিকে ছুরি হাতে এগিয়ে আসে সে। বিষয়টি নজরে আসতেই মঞ্চে উপস্থিত দলের অন্যান্য কর্মী সমর্থকরা যুবককে বাঁধা দেয় এবং মঞ্চ থেকে বিধায়ককে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে অল্পের জন্য মারাত্মক বিপদ এড়ানো গিয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কবজিতে বেশ খানিকটা চোট পেয়েছেন বিধায়ক। আটক করা হয়েছে অভিযুক্ত খিলেশ্বরকে। তবে কেন বিধায়কের উপর আচমকা হামলা, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে ছত্তিশগড় পুলিশ।

 

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...