Monday, May 19, 2025

‘শীর্ষ আদালতের বিরোধিতা করতে পারেন না’, গুজরাট হাই কোর্টকে ভর্ৎ.সনা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

গুজরাত হাইকোর্টকে তীব্র আক্রমণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের নির্দেশের বিরোধীতা করতে পারে না দেশের কোনও আদালত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এবার আরেকবারও মামলার শুনানিতে গুজরাত হাইকোর্টের বিরুদ্ধে অহেতুক সময় নষ্টের অভিযোগ উর্ধ্বতন আদালতের।

ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ২৫ বছরের তরুণীর গর্ভপাত করানো নিয়ে মামলা দায়ের হয়েছিল গুজরাত হাইকোর্টে। গত ৭ অগাস্ট গুজরাত হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর আদালতের নির্দেশেই ১০ অগাস্টের মধ্যে ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করে একটি টিম। তাদের রিপোর্টে উল্লেখ করা হয়, গর্ভপাতে ওই তরুণীর কোনও সমস্যা হবে না। কিন্তু রিপোর্ট জমা পড়ার গুজরাত হাইকোর্ট ১২ দিন পরে আগামী শুনানির দিন স্থির করে। পরে শুনানির দিন এগিয়ে আনা হলেও ওই তরুণীর গর্ভপাতের অনুমতি খারিজ হয়ে যায়। এরপর তিনি সুপ্রিম কোর্টে যান। সেখানেই সুপ্রিম কোর্টে গুজরাত হাইকোর্টকে তীব্র ভর্ৎসনা করে জানায়, এমন গুরুত্বপূর্ণ মামলায় আদালত কেন এত সময় নষ্ট করল? একইসঙ্গে শীর্ষ আদালত বলে, ২১ অগাস্ট মামলার শুনানি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরেই আবার নতুন করে মামলার রায় ঘোষণা করে গুজরাত আদালত। গুজরাত আদালতের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আগের রায়ে ত্রুটি থাকায় তা সংশোধন করেই নতুন করে রায় দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, “দেশের শীর্ষ আদালতের নির্দেশের বিরোধিতা করে গুজরাত হাইকোর্টের এই আচরণ বরদাস্ত করা হবে না। এসব কী হচ্ছে গুজরাত হাইকোর্টে? গুজরাত হাইকোর্টের এই আচরণ সংবিধানের পরিপন্থী।” পাশাপাশি গুজরাত হাইকোর্টে রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্ট তরুণীর গর্ভপাতের অনুমতিও দিয়েছে।

আরও পড়ুন- বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ! আটক নারী ও শিশু কল্যাণ দফতরের আধিকারিক

 

spot_img

Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...