Wednesday, December 17, 2025

দাদার সঙ্গে দেবাশিস, প্রকাশ্যে বাঙালির লড়াইয়ের ‘দাদাগিরি’!

Date:

Share post:

অবিন্যস্ত চুল, উদভ্রান্ত চেহারা, চোখে স্বপ্নের ঝিলিক নিয়ে ঘর ছেড়ে কাজের টানে। পাশে সিঁথি কেটে পরিপাটি চুল, চোখে চশমা। এই সাজে ছোটপর্দায় ম্যাকবেথ মানে ‘মন্দার’ ধরা দিলেন টেলিভিশনে (Television)। স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে ভেঙে গিয়েও প্রতিদিনের লড়াইয়ের টুকরো ছবি স্টেশনে দেখে, নিজেকে অনুপ্রাণিত করা। এরপর , আরও লড়াই , আরও চেষ্টা অবশেষে কলেজ পড়ুয়া ছেলেটা আজ দাড়ি-গোঁফ কামিয়ে ঝকঝকে মুখ, পরিপাটি করে আঁচড়ানো চুলে, চোখে চশমা এঁটে স্যুট পরা এক মস্ত চাকুরে। অভিনেতা দেবাশিস মন্ডলকে (Debasish Mondal) দেখে চমকে যেতে হয়। আসলে তিনি যেখানে শেষ করলেন দাদা (Saurav Ganguly) সেখান থেকেই শুরু করলেন। এটাই ‘ দাদাগিরি ‘ (Dadagiri)। জি বাংলার(Zee Bangla) সামাজিক পাতায় ‘দাদাগিরি ১০’-এর (Dadagiri season 10)প্রথম ঝলক, যা দেখা গেল মঙ্গলবার সন্ধেয়। ক্যাপশন “বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে”।

আসছে বাঙালির প্রিয় রিয়ালিটি শো দাদাগিরি সিজন ১০।শনি-রবিবার রাত সাড়ে ন’টা থেকে আট থেকে আশির ভিড় জমবে ছোটপর্দায় মহারাজকে দেখতে।জোরকদমে অডিশন চলছে। কিন্তু এই চিত্রনাট্যে অভিনেতা দেবাশিস কী ভাবে জুড়ে গেলেন? দাদার সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতাই বা কেমন? মৃদু গলায় অভিনেতা জানান, দাদাগিরি’র প্রচারে অংশ হতে পেরেছেন। কিন্তু দাদার সঙ্গে শুটিং হয়নি। আসলে একজনের স্টুডিওর বাইরে শুটিং অপরজনের স্টুডিওর মধ্যে। আবার প্রলয় সিরিজের ‘বিতান ঘোষ’ জানালেন “আমার তো বাড়ি, রেল স্টেশন, অফিস— নানা জায়গায় শুটিং ছিল। দাদা কেবলই সেটে।’’ যদিও রিয়্যালিটি শো-তে অংশ নেওয়ার আমন্ত্রণ সব আক্ষেপ পুষিয়ে দেবে বলেই মত অভিনেতার। কিন্তু এবার কি টেলিভিশনে মানে মেগায় মন দেবেন তিনি? দেবাশিসের সাফ জবাব, ‘‘মেগাতে যে পরিমাণ সময় দিতে হয় সেই সময় আমার হাতে নেই। তবে জি৫ ওয়েব প্ল্যাটফর্মে ভাল ভাল ছোট ছবি, সিরিজ হয়। সেখানে সুযোগ পেলে অবশ্যই অভিনয় করব।” সব ঠিক থাকলে পুজোর আগেই ছোটপর্দা কাঁপাতে আসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন সিজন শুরু আর মাস খানেকের অপেক্ষা মাত্র।

 

spot_img

Related articles

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...