Sunday, August 24, 2025

“ক্লান্তি”, “বিশ্রাম”, “ছুটি” নেই তাঁর অভিধানে! বিদেশ থেকে ফিরেই ঠাসা কর্মসূচিতে অভিষেক

Date:

Share post:

“ক্লান্তি”, “বিশ্রাম”, “ছুটি” শব্দগুলি যেন তাঁর অভিধানে নেই। একটানা দু’মাস তৃণমূলে নবজোয়ার কর্মসূচির পর পঞ্চায়েত ভোটে প্রচার, একুশে জুলাই সমাবেশ, INDIA জোটের বৈঠকে যোগদানের পরই গিয়েছিলেন আমেরিকায়। সেখান থেকে সদ্য চোখের চিকিৎসা সেরে দেশে ফিরেই ফের সক্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। না,কোনও বিশ্রাম বা ক্লান্তি নেই। চলতি আগস্টের শেষে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। ওই একই সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) একের পর এক কর্মসূচি।

জুলাইয়ের শেষে চোখের চিকিৎসার জন্য আমেরিকা যান অভিষেক। কলকাতায় ফিরেছেন গত রবিবার। আগামী সপ্তাহ থেকেই ফের শুরু হয়ে হচ্ছে লাগাতার রাজনৈতিক কর্মসূচি। প্রতিবারের মতো এবারও ২৮ আগস্ট মেয় রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনার আবহে এবার তৃণমূলের ছাত্র সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরপর ৩০ আগস্ট এবং ১ সেপ্টম্বর মুম্বইয়ে মোদি বিরোধী INDIA জোটের তৃতীয় বৈঠক। এবারও সেই বৈঠকেও নেত্রীর সঙ্গে থাকবেন অভিষেক। দু’দিনের বৈঠক সেরে মুম্বই থেকে ফিরেই অভিষেক সোজা চলে যাবেন ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে। ধূপগুড়ি উপনির্বাচনের জন্য আগামী ২ সেপ্টেম্বর অর্থাৎ প্রচারের শেষদিন ঝড় তুলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির থেকে এই আসন ছিনিয়ে আনাই লক্ষ্য শাসক দলের।

 

 

 

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...