Thursday, December 4, 2025

সৌজন্যের রাজনীতি: প্র.য়াত বিজেপি বিধায়কের বাড়িতে ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

Date:

Share post:

সৌজন্যের রাজনীতি একমাত্র তৃণমূলেই দেখা যায়। বিরল দৃশ্য দেখা গেল ধূপগুড়িতে। বুধবার নজির গড়লেন ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ রায়। বুধবার প্রচারের শুরুতেই প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁর ছবিতে মালা দেন, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল প্রার্থী। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ওই পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। দু-পক্ষের মধ্যে কুশল বিনিময় হয়।

এদিন প্রথমে তিনি ধূপগুড়ি মাজারে গিয়ে চাঁদর চড়িয়ে মোমবাতি জ্বালিয়ে পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন। মাজার থেকে প্রথমে মিলপাড়ার একটি রাধাগোবিন্দ মন্দিরে যান সেখানে ওই এলাকার সকলের সঙ্গে মিলিত হন। একসঙ্গে ভোগ খান। নিজের সমর্থনে প্রচার করেন এলাকার উন্নয়নের স্বার্থে তাঁদের কাছে ভোট ‘ভিক্ষা’ করেন। সেখান থেকে বেরিয়ে মিলপাড়া সংলগ্ন এলাকায় প্রচার চালান, মিছিল করেন। এরপর তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে নেতাজিপাড়ার বিভিন্ন এলাকা, ধূপগুড়ি বাসস্ট্যান্ড এলাকা ও আশেপাশের এলাকায় প্রচার চালান। গোটা এলাকাই এদিন পায়ে হেঁটে প্রচার চালান নির্মলবাবু। এদিন প্রচারে তাঁর সঙ্গে ছিলেন ধূপগুড়ি এবং জেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

আরও পড়ুন- এখনই রাজ্যে চালু হচ্ছে না মাসিক বিদ্যুৎ বিলের ব্যবস্থা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

 

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...