১) আজ ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। গোকুলামকে নিয়ে বেশ সতর্ক লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

২) বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ পর্যন্ত লড়েও সেরার সেরা শিরোপা পাওয়া হল না ভারতের আর প্রজ্ঞানন্দের। ফাইনালে হেরে গেলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন।


৩) ফাইনালে স্বপ্নভঙ্গ প্রজ্ঞানন্দের। তবে ম্যাচ হারের পরই ঘরের খাবারের দিকে মন দিলেন ভারতের তরুণ দাবাড়ু। ম্যাচ শেষে প্রজ্ঞানন্দ বলেন,” এখানের খাওয়াদাওয়া আর ভাল লাগছে না। এ বার দেশের খাবার খেতে চাই। দক্ষিণ ভারতের খাবার খেতে ইচ্ছা করছে।”

৪) এএফসি কাপে মুম্বই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে নেইমারের আল হিলাল। কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ‘ডি’ গ্রুপে নেইমারের ক্লাব আল হিলালের প্রতিদ্বন্দ্বী আইএসএল লিগ জয়ী দল মুম্বই এফসি।


৫) বড় শাস্তির মুখে পরল ভারতের জাতীয় কুস্তি সংস্থা। ভারতের জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা। সঠিক সময়ের মধ্যে নির্বাচন না করার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন:বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রানার্স হয়ে কী বললেন প্রজ্ঞানন্দ?
