Sunday, August 24, 2025

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন নীরজ

Date:

Share post:

বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন নীরজ চোপড়া। প্রথম থ্রোতেই বিশ্ব চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী নীরজ। শুক্রবার যোগ্যতা অর্জন পর্বে নীরজ নিজের প্রথম থ্রোয়ে ৮৮.৭৭ মিটার দুরত্বে জ্যাভলিন ছুড়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। আর এর সুবাদে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে ফেললেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য যে দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ, তাতেই প‍্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন তিনি।

বিশ্ব চ‍্যাম্পিয়নশিপে এই মুহূর্তে শীর্ষে রয়েছেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির জুলিয়ান ওয়েবার ৮২.৩৯ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন। নীরজ চোপড়া ছাড়াও জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে লড়ছেন ভারতের ডিপি মানু। মানুর দ্বিতীয় থ্রো ৮১.৩১ দুরত্ব অতিক্রম করে। যা তাঁকে বর্তমান তালিকার তৃতীয় স্থানে পৌঁছাতে সাহায্য করে।

শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে গ্রুপ এ-র লড়াই ছিল। সেখানে ৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে পারলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ ছিল। সেখানে নীরজ ৮৮.৭৭ মিটার ছুড়ে আসল কাজটাই করে ফেললেন। এই মরশুমে এখনও পর্যন্ত সব থেকে দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। আর সুবাদে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন তিনি। প‍্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার জন্য এই বছর ১ জুলাইয়ের পর কোনও প্রতিযোগিতায় ৮৫.৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে হত। আর এদিন সেটাই করেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করার সঙ্গে প্যারিস অলিম্পিক্সেও নিজের জায়গা পাকা করে ফেললেন তিনি। শুক্রবার নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।

আরও পড়ুন:বিরাট কাণ্ডে খেপে লাল বিসিসিআই, কড়া বার্তা ক্রিকেটারদের

 

 

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...