Tuesday, November 11, 2025

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন নীরজ

Date:

Share post:

বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন নীরজ চোপড়া। প্রথম থ্রোতেই বিশ্ব চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী নীরজ। শুক্রবার যোগ্যতা অর্জন পর্বে নীরজ নিজের প্রথম থ্রোয়ে ৮৮.৭৭ মিটার দুরত্বে জ্যাভলিন ছুড়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। আর এর সুবাদে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে ফেললেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য যে দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ, তাতেই প‍্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন তিনি।

বিশ্ব চ‍্যাম্পিয়নশিপে এই মুহূর্তে শীর্ষে রয়েছেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির জুলিয়ান ওয়েবার ৮২.৩৯ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন। নীরজ চোপড়া ছাড়াও জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে লড়ছেন ভারতের ডিপি মানু। মানুর দ্বিতীয় থ্রো ৮১.৩১ দুরত্ব অতিক্রম করে। যা তাঁকে বর্তমান তালিকার তৃতীয় স্থানে পৌঁছাতে সাহায্য করে।

শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে গ্রুপ এ-র লড়াই ছিল। সেখানে ৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে পারলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ ছিল। সেখানে নীরজ ৮৮.৭৭ মিটার ছুড়ে আসল কাজটাই করে ফেললেন। এই মরশুমে এখনও পর্যন্ত সব থেকে দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। আর সুবাদে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন তিনি। প‍্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার জন্য এই বছর ১ জুলাইয়ের পর কোনও প্রতিযোগিতায় ৮৫.৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে হত। আর এদিন সেটাই করেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করার সঙ্গে প্যারিস অলিম্পিক্সেও নিজের জায়গা পাকা করে ফেললেন তিনি। শুক্রবার নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।

আরও পড়ুন:বিরাট কাণ্ডে খেপে লাল বিসিসিআই, কড়া বার্তা ক্রিকেটারদের

 

 

 

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...