Saturday, January 10, 2026

যাদবপুরকাণ্ডে পুলিশি হে.ফাজতের মেয়াদ বাড়ল দীপশেখর-মনোতোষের! ফের দায়ের নয়া মামলা  

Date:

Share post:

যাদবপুরকাণ্ডে (Jadavpur University Case) অভিযুক্ত মনোতোষ ঘোষ (Manotosh Ghosh) এবং দীপশেখর দত্তর (Deepsekhar Dutta) বিরুদ্ধে পুলিশকে হস্টেলে (Hostel) ঢুকতে বাধা দেওয়ায় ৩৫৩ ধারায় মামলা দায়ের করল পুলিশ। নতুন এই মামলায় অভিযুক্তদের আগেই নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। শনিবার সেই আবেদনই মেনে নেয় আলিপুর আদালত। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার মূল মামলায় মনোতোষ এবং দীপশেখরকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

শনিবারই পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে দীপশেখর এবং মনোতোষের। আর সেকারণেই দুজনকে আলিপুর আদালতে হাজির করানো হয়। এদিন আদালতে দীপশেখরের আইনজীবী জানান, এমনিতেই তাঁর মক্কেল মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে পুলিশি হেফাজত শেষ হওয়ার দিনে নতুন করে মামলায় যুক্ত করতে চাইছে পুলিশ। এরপরই জামিনের আবেদন করলে এই দাবি মানেননি সরকারি আইনজীবী। অন্যদিকে, মনোতোষের আইনজীবী প্রশ্ন তোলেন, পুলিশ আগেই র‍্যাগিংয়ের ধারা দিয়েছে। তারপর কেন ফের নতুন মামলায় তাঁদের হেফাজতে চাওয়া হচ্ছে? যদিও এদিন সরকারি আইনজীবী সেই জামিনের বিরোধিতা করেন। এরপর সরকারি আইনজীবীর দাবি মতো পুলিশি হেফাজতে পাঠানো হয় মনোতোষ এবং দীপশেখরকে।

পড়ুয়ামৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত ১৩ অগাস্ট সকালে রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপশেখর এবং সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনোতোষকে।

 

 

 

 

 

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...