আগামিকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যান ভালো না সবুজ-মেরুনের। তবে পরিসংখ্যান নিয়ে ভাবছেন না বাগান অধিনায়ক শুভাশিস বসু। বরং মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া তারা। নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী বাগান অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে শুভাশিস বলেন,”মুম্বই যেমন শক্তিশালী, আমরাও এবার যথেষ্ট শক্তিশালী। ওদের দলে যেমন জাতীয় দলের ফুটবলার আছে, আমাদের দলেও রয়েছে। দুদলের বিদেশিরাই যথেষ্ট শক্তিশালী। অনেকদিন মুম্বইয়ের বিরুদ্ধে জিতিনি আমরা। আমি চাই আমার অধিনায়কত্বে চাকাটা উল্টোদিকে ঘুরতে শুরু করুক। শেষ দুটি ম্যাচে ছয় গোল করেছি। এবং সেটা দুটোই বিদেশি দলের বিরুদ্ধে। তবে গোল অক্ষত রাখতে পারিনি। মুম্বই ম্যাচে গোল অক্ষত রেখে ফিরতে হবে এই শপথ নিয়ে নামব। এবং সেটা করতে গেলে মাঝমাঠ আরও জমাট করতে হবে। রক্ষণের উপর চাপ যাতে কম পড়ে। আমরা নতুন ফর্মেশনে খেলছি। সেটা সড়গড় হতে সময় লাগছে।”

এরপরই শুভাশিস আরও বলেন,” আমাদের দলের অনেকেই নতুন। তাই হয়তো কোথাও কোথাও সমস্যা হচ্ছে। হেক্টর তো কলকাতায় এসে একদিনও বিশ্রাম না পেয়ে মাঠে নেমে বেশ ভাল খেলেছে। সবথেকে বড় কথা ক্যামিন্স-সাদিকুরা গোল পেয়েছে। এটা ভাল দিক। মুম্বইয়ের উইং আক্রমণ যেমন শক্তিশালী , আমাদের উইংও যথেষ্ট ভাল খেলেছে ঢাকা আবাহনীর বিরুদ্ধে। মুম্বইয়ের সেট পিস ভাল। ওদের কোথায় কোথায় গলদ আছে সেটা আমাদের কোচেস টিম বা ভিডিও অ্যানালিস্টরা নিশ্চই দেখে নিয়েছে। কোচ যেভাবে রণনীতি ঠিক করে দেবেন রবিবার সেভাবেই মাঠে নামব। তবে ম্যাচটা আমরা একশো শতাংশ দিয়ে জিততে চাই।”
আরও পড়ুন:আগামিকাল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই
