বিশ্বকাপ নিয়ে উন্মদনা তুঙ্গে, টিকিট বিক্রি হতেই ক্র্যাশ করল অনলাইন অ‍্যাপ

৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স আপ নিউজিল্যান্ড।

৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। সেই ম্যাচগুলির টিকিট পাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছি উন্মাদনা। তবে টিকিট বিক্রি শুরু হতেই, ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।

শুক্রবার, প্রথম দিনে ভারত ছাড়া অন্য দলের ওয়ার্ম-আপ এবং মূলপর্বের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। রাত আটটায় নির্ধারিত সংস্থার ওয়েবসাইট খোলা মাত্রই তা ‘ক্র্যাশ’ করে যায়। প্রায় মিনিট চল্লিশ পরে ফের খোলে। ভারতীয় সময় রাত ৮ টা পর্যন্ত বন্ধ থাকে এইভাবে টিকিট বিক্রি। তারপর ধীরে ধীরে চালু হয়। এদিকে কিছু সময়ের মধ্যেই ইডেনে অনুষ্ঠেয় পাকিস্তান ইংল্যান্ড ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’। এই ম্যাচটি হবে ১১ নভেম্বর। মাত্র ৩৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিট। উৎসবের আবহে এই ম্যাচ ঘিরেও যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে সহজেই বোঝা যাচ্ছে, ভারতের ম্যাচগুলির টিকিটের চাহিদা কেমন হতে পারে।

৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স আপ নিউজিল্যান্ড। ১৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান এই দুই দল। ভারতীয় দল বিশ্বকাপের আগে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাবে। এরপর ভারতের মাটিতে খেলতে আসবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজ শেষ হওয়ার পর, বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা।

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ বাগান অধিনায়ক