Tuesday, August 26, 2025

I.N.D.I.A.-র তৃতীয় বৈঠকেই লোগো প্রকাশ! নকসা নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

INDIA-র তৃতীয় বৈঠক বৃহস্পতি ও শুক্রবার। বুধবার, মুম্বই উড়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই জল্পনা জোটের লোগো (logo) প্রকাশ নিয়ে। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় লোগো প্রকাশিত। সূত্রের খবর সেইটাই এবার থেকে ব্যবহার করা হবে INDIA-র রাজনৈতিক প্রচারে। একই সঙ্গে চেয়ারপার্সনের নামও চূড়ান্ত হতে পারে এই বৈঠকে।

পাটনা, বেঙ্গালুরুর পরে মুম্বই। বহরে আরও বাড়ছে বিজেপি বিরোধী জোটের পরিধি। বেশ কয়েকটি আঞ্চলিক দল, যারা একসময় বিজেপির জোট সঙ্গী ছিল তারাও না কি এই বৈঠকে যোগ দিতে পারে। জোটের নাম স্থির করার পর এবার স্থির হতে চলেছে ‘ইন্ডিয়া’ লোগো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মতো জোটের নাম করা হয়েছে দেশের নামে। লোগোতেও থাকছে জাতীয় পতাকার রং। মুম্বইয়ে জোটের বৈঠকে ইন্ডিয়া-র লোগো হিসেবে প্রকাশ করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এটি সম্ভাব্য লোগো বলে ত্রের খবর। এছাড়া কংগ্রেসের তরফে ‘ইন্ডিয়া’-র নামে আরেকটি বিশেষ লোগো সম্বলিত এক্স করা হয়েছে। সেটিও জোটের লোগো হতে পারে।

ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স-র নাম তেরঙা রঙে রাঙিয়েই লোগো করা হয়েছে। ‘I.N.D.I.A.’-র নীচে ইংরেজিতে পুরো লেখা রয়েছে- Indian National Developmental Inclusive Alliance। আরেকটি লোগোতে গেরুয়া, সাদা ও সবুজ রঙের তিনটি অর্ধ গোলাক এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্বে মুখের ছবি রয়েছে। এটির উপরে ইংরেজিতে নীল রঙে লেখা রয়েছে ‘বোলে ইন্ডিয়া’।

সূত্রের খবর, ইন্ডিয়া জোটের মোটো ৯টি লোগো করা হয়েছিল। যার মধ্যে ৩টি নির্বাচিত করা হয়েছে। সেই ৩টি মধ্যে থেকে একটি স্থির করা হবে।

পাটনা থেকে শুরু। তারপর বেঙ্গালুরু। এবার মুম্বই (Mumbai)। INDIA জোটের বৈঠকের দিকে নজর সারা দেশের। বেঙ্গালুরুর বৈঠকেই ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথা ঘোষণা করা হয়। এবার সেই তালিকায় কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই সঙ্গে একজন কনভেনরের নামও চূড়ান্ত হবে। এক্ষেত্রে ৩টি নাম নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম নাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিতীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এবং তৃতীয় নাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্ষেত্রে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের নিরিখে এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে কী ভূমিকা থাকে সেটা দেখার। সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বই থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি সাবকমিটি তৈরি হবে।

বেঙ্গালুরুতে INDIA জোটে দ্বিতীয় বৈঠকে গত বৈঠকে ২৬টি দল অংশ নিয়েছিল। মুম্বইয়ের বৈঠকে আরও কয়েকটি আঞ্চলিকদল যোগ দিতে পারে বলে সূত্রের খবর। এনডিএ জোটের শরিক মহারাষ্ট্রের স্বাভিমানী শেতকারি সংগঠন বৈঠকে যোগ দিতে পারে। আসতে পারেন বিজেপির পুরনো শরিক মহারাষ্ট্রের কোলাপুর জেলার হাতকানাঙ্গালে কেন্দ্রের ২বারের সাংসদ রাজু শেট্টি। এর বাইরে অসম, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের আরও আটটি দল ‘INDIA’য় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক মহলের নজর ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বরের বৈঠকে।

 

 

 

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...