Sunday, August 24, 2025

অ্যামাজনের ম্যানেজার খু.নে ‘মায়া’ যোগ! দিল্লি পুলিশের জালে খুদে গ্যাং.স্টার

Date:

Share post:

বুধবার মধ্যরাতে রাজধানী শহরে বন্ধুদের সঙ্গে বাইকে চেপে বেরিয়ে খুন হন হন অ্যামাজন ম্যানেজার (Amazon Manager) হরপ্রীত গিল (Harpreet Gill)। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লি পুলিশের (Delhi Police) হাতে চাঞ্চল্যকর তথ্য। বুধবার মধ্যরাতে দিল্লির ভজনপুরার সুভাষ বিহার এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে। এদিন পুলিশ জানিয়েছে, অ্যামাজন ম্যানেজারের হত্যার পিছনে ‘মায়া গ্যাং’-এর (Maya Gang) হাত রয়েছে। বিগত কয়েকদিন ধরে রাজধানী শহরে একাধিক অপরাধমূলক ঘটনা ঘটিয়ে চলেছে। ইতিমধ্যে গ্যাংয়ের মূল পাণ্ডা ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার (Arrest) করা হয়েছে। আর মাত্র ১৮ বছর বয়সের যুবকের এমন কাণ্ড দেখে রীতিমতো তাজ্জব পুলিশ থেকে শুরু করে গোটা দিল্লিবাসী।

দিল্লি পুলিশ জানিয়েছে, ‘মায়া গ্যাং’-র নেতৃত্বে থাকা ১৮ বছর বয়সী যুবকের নাম মহম্মদ সমীর। সে ‘মায়া’ নামেই বেশি পরিচিত। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২ হাজারেরও বেশি। পুরো সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল জুড়ে রয়েছে হিন্দি ছবির চোখা চোখা একাধিক সংলাপ। সেই সঙ্গে রয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে একাধিক রিলও। তবে শুধুমাত্র অ্যামাজনের সিনিয়র ম্যানেজারকে খুনই নয়, এর আগে আরও চারটি খুনের অভিযোগ রুয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। পুলিশ আরও জানিয়েছে, সমীর একাধিক বার নিজের নাম বদল করেছে।

এদিকে, অ্যামাজন ম্যানেজার খুনের ঘটনায় তল্লাশি চালিয়ে পুলিশ এখনও পর্যন্ত মোট ২ জনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত মহম্মদ সমীর ছাড়াও এই তালিকায় রয়েছে তার ডান হাত হিসেবে পরিচিত বিলাল গনিও। দুজনকেই দিল্লিতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। বাকীদের খোঁজেও তল্লাশি চলছে বলে খবর। তবে শুধু সমীরই নয়, তার সহযোগী গণির বিরুদ্ধে খুন এবং ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ পেয়েছেন তদন্তকারীরা। বুধবার মোমো খেতে বন্ধুদের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন হরপ্রীত গিল নামের ওই ব্যক্তি। এরপরই ভজনপুরায় সুভাষ বিহারের কাছে তাঁরা যেতেই সেখানে হাজির হয় আততায়ীরা। তাদের গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হরপ্রীত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 

 

 

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...