Thursday, December 18, 2025

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো: BJP কর্মীদের কড়া বার্তা অনুপমের

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি(BJP) শিবির। দলের অনুশাসন শিকেয় তুলে অশান্তিতে ব্যস্ত কর্মীরা। বীরভূম বিজেপির এমন দীশাহীন দশায় ক্ষুব্ধ সদ্য বিজেপির সর্বভারতীয় সম্পাদক দায়িত্বপ্রাপ্ত অনুপম হাজরা (Anupam Hajra)। এই পরিস্থিতিতে কর্মীদের সতর্ক করার পাশাপাশি কড়া বার্তা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।”

দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়ে রবিবার ফেসবুকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা লেখেন, “নতুন-পুরনো, সংগঠনে থাকা-বাইরে থাকা সমস্ত কার্যকর্তা ও নেতাদের উদ্দেশ্যে বলছি, মান-অভিমান অভাব অভিযোগ থাকলে মনে খুলে চার দেওয়ালের মধ্যে জানান। আপনার সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগাবার দায়িত্ব আমার। আর যদি মনে হয় পার্টির সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমানটা বেশি গুরুত্বপূর্ণ বা পদ আগলে বসে থেকে ভেতরে ভেতরে দলের ক্ষতি করবেন, তাহলে আমি অনন্ত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যাতে আপনি কোনওভাবেই পদের অপব্যবহার করতে না পারেন।” আরও লেখেন, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।” এই পোস্টেই স্পষ্ট যে, দায়িত্ব নিয়েই সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া চেষ্টা শুরু করেছেন অনুপম। লক্ষ্য, অন্দর্কলহকে দূরে সরিয়ে একসঙ্গে লড়াই।”

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। সেই লক্ষ্যে রদবদল হয়েছে দলীয় সংগঠনে। যেখানে বিজেপির সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলার বিজেপি নেতা অনুপম হাজরা। দায়িত্ব পেয়ে নিজের যাত্রা তিনি শুরু করেছেন বীরভূম থেকে। নির্বাচনকে নজরে রেখে এবার বীরভূম জেলায় দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন অনুপম।

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...