Friday, November 7, 2025

ময়দানে শোকের আবহ, প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের ফুটবল সচিব অজয় শ্রীমানী

Date:

Share post:

কলকাতা ময়দানে শোকের আবহ। প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের ফুটবল সচিব অজয় শ্রীমানী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ঘটি বাড়ির ছেলে হয়েও লাল হলুদ অন্ত প্রাণ ছিলেন তিনি। তাঁকে নিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে টানাটানি হয়েছিল। তবে তিনি বেছে নিয়েছিলেন প্রাণের থেকেও প্রিয় ইস্টবেঙ্গলকে।

অজয় শ্রীমানীর কথা উঠলে সবার আগে মনে পড়বে ১৯৭০ থেকে ১৯৭৫ সালের কথা।সেটা ছিল ইস্টবেঙ্গলের স্বর্ণযুগ। সেই সময় লাল হলুদ টানা পাঁচবার লিগ জিতেছিল। সেই সময় ক্লাবের সচিব ছিলেন অজয় শ্রীমানী। দলের এই সাফল্যের সঙ্গ ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ইস্টবেঙ্গলকে সই করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অজয় শ্রীমানী। ক্লাবকে অনেক সাফল্য দিলেও ক্লাবের উপর কিছুটা অভিমান ছিল অজয় শ্রীমানীর। এই অভিমানে ক্লাবে পা দেননি দীর্ঘদিন।

১৯৪৯ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি প্রথমবার ইস্টবেঙ্গলের সদস্য হন। সেই বছর ক্লাবের বারপুজো দেখে বেরনোর সময় জ্যোতিষ গুহ তাঁকে ডেকে ক্লাবের সাব কমিটিতে জায়গা করে দেন। ইস্টবেঙ্গলের জ্যোতিষ গুহ চেয়েছিলেন অজয় শ্রীমানীকে ইস্টবেঙ্গলে নিতে। অন্যদিকে মোহনবাগানও চেয়েছিল তাঁকে ক্লাবে নিতে। একবার তিনি ধীরেন দে-কে একটি চিঠি দিতে গিয়ে শুনেছিলেন যে তিনি কেন ঘটি বাড়ির ছেলে হয়ে ইস্টবেঙ্গলের হয়ে কাজ করছেন। এরপর তিনি মোহনবাগানেরও সদস্য হয়ে যান।

লাল হলুদ তাঁকে আজীবন সদস্যপদ দেয়। অন্যদিকে তিনি মোহনবাগানের সদস্যপদ নবীকরণ করতেন। তাঁর প্রয়াণে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘তাঁর প্রয়াণে আমরা শোকস্তব্ধ। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।’

 

 

 

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...