Sunday, May 4, 2025

‘ইন্ডিয়া’র জয়জয়কারেও বেহাল ‘বাম’, ‘সাইকেলে’ গতি তুললেন অখিলেশ

Date:

Share post:

বাংলায় ‘নিশ্চিহ্ন’ হয়েছে আগেই, ক্ষমতাচ্যুত হওয়ার পর ত্রিপুরায় (Tripura) ‘একে একে নিভছে দেউটি’। তবে কেরলের মাটিতে আজও শাসক দল হিসেবে দাপট দেখালেও উপনির্বাচনে দর্পচূর্ণ হল কাস্তে-হাতুড়ির। শুক্রবার দেশব্যাপি উপনির্বাচনের ফলাফলে ইন্ডিয়া জোটের জয়জয়কার দেখা গেলেও প্রকাশ্যে চলে এলো বামেদের কঙ্কালসার চেহারাটা। দেখা যাচ্ছে, কেরালা ও ত্রিপুরাতে বামেদের জেতা ৩ আসনে উপনির্বাচনের ফলাফলে তিনটিতেই গোহারা হেরেছে সিপিএম। অন্যদিকে বাংলার ধূপগুড়িতে উপনির্বাচনে (Bypoll Election) তৃতীয় স্থান লাভ করেছে তারা। জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়ের। তবে দেশজুড়ে ৭ উপনির্বাচনের মধ্যে ৪ আসনে বিজেপিকে(BJP) ধুয়ে মুছে বড় জয় পেয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা। চমক দেখা গিয়েছে উত্তরপ্রদেশেও। এখানে বিধানসভায় বিজেপির জেতা আসন উপনির্বাচনে বিপুল ব্যবধানে ছিনিয়ে নিয়েছে অখিলেশের সমাজবাদী পার্টি(SP)।

শুক্রবার উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় ৪-৩ এই ব্যবধানে পিছনে ফেলে দিয়েছে ইন্ডিয়া জোট। এর মধ্যে উত্তরপ্রদেশের ঘোসি (Ghosi) বিধানসভা কেন্দ্রে বিরাট ব্যবধানে বিজেপিকে হারিয়ে জয় পেয়েছে সমাজবাদী পার্টি। ৩২ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অখিলেশ সিংয়ের প্রার্থী। ফলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের এই ফলাফলে রীতিমতো উদবেগে যোগী। এছাড়া ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে শাসকদল জেএমএম প্রার্থী। বিজেপি সমর্থিত আজসু প্রার্থী যশোদা দেবীকে ১৭,১৫৩ ভোটে হারিয়েছেন জেএমএম প্রার্থী বেবি দেবী। অন্যদিকে দক্ষিণী রাজ্য কেরলের পুথুপ্পল্লি আসনে লড়াই ছিল ‘ইন্ডিয়া’ জোটের দুই শরিক কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে। সেখানে শাসকদল সিপিএমকে হারিয়ে বড় জয় পেয়েছে কংগ্রেস। বাংলার ধূপগুড়িতেও বিজেপির আসন উপনির্বাচনে এসেছে তৃণমূলের পকেটে। তবে জোটের এই সাফল্যেও দেশব্যাপী শোচনীয় অবস্থা বামেদের।

ত্রিপুরাতে এবার ২ আসন বক্সনগর ও ধনপুরে ছিল উপনির্বাচন। বিজেপির কাছে ক্ষমতাচ্যুত হলেও এই দুই আসনে নিজেদের শক্ত ঘাঁটি ছিল বামেদের। কিন্তু নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে বক্সনগর আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম প্রার্থীর। অন্যদিকে, হাতছাড়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রাক্তন কেন্দ্র ধনপুরও। ক্ষমতায় থাকা কেরলে পুথুপ্পল্লি আসন গতবার ছিল সিপিএমের দখলে। সেখানেই এবার ‘ইন্ডিয়া’ জোটের দুই শরিক কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে লড়াইয়ে মুখ পুড়েছে বামেদের। পাশাপাশি বাংলায় সিপিএমের কঙ্কালসার চেহারাটা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে, ধূপগুড়ি আসনে তৃণমূলের জয়ের মাঝেই জামানত বাজেয়াপ্ত হয়ে তৃতীয় স্থান পেয়েছে সিপিএম। উল্লেখ্য, ত্রিপুরার বক্সনগর সংখ্যালঘু অধ্যুষিত। সেই আসন সিপিএমের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। বাংলার ধূপগুড়ি রাজবংশী অধ্যুষিত, সেখানে জোট করেও তৃতীয় স্থানে। আর বাংলায় যাদের সঙ্গে জোট সেই কংগ্রেসের কাছে খোয়াতে হয়েছে কেরলের আসন। সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে সিপিএম যে চূড়ান্ত অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে তা বোঝাল উপনির্বাচনের ফল। অন্যদিকে, উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে ২,৪০৫ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পার্বতী দাস।

 

 

 

 

 

 

spot_img
spot_img

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...