Wednesday, August 27, 2025

দুর্গাপুজো-লক্ষ্মী পুজোয় শহরে বিশ্বকাপ-আইএসএল, মাথায় হাত ক্রীড়াপ্রেমীদের

Date:

Share post:

৫ অক্টোবর থেকে শুরু ক্রিকেট বিশ্বকাপ। আবার অক্টোবরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অক্টোবর হল বাঙালির উৎসবের মাস। অক্টোবরেই রয়েছে লক্ষ্মী পুজোও।  ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে বিশ্বকাপের সূচি। আর বিশ্বকাপের সূচি প্রকাশ হতেই প্রশ্ন শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোয় বাঙালি কি প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবে, না কি নতুন পোশাকে ছুটবে স্টেডিয়ামে? আর এই প্রশ্ন ফের একবার উঠল আইএসএল-এর সূচি প্রকাশ হতেই। বৃহস্পতিবার আইএসএল-এর সূচি প্রকাশ হতেই বাঙালির মাথায় হাত। প্রশ্ন একটাই মাঠে গিয়ে খেলা দেখবেন নাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সামিল হবেন।

পুজো শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি। পুজোর মধ্যেই শহরে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুজোর মধ্যেই ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। একই ভাবে রয়েছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের ম্যাচও।

বৃহস্পতিবার আইএসএল-এর সূচি প্রকাশ হতে দেখা যায়, লক্ষ্মী পুজোর দিন প্রথম লেগে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তবে তার আগে সপ্তমীর দিন আরও একটা ম্যাচ রয়েছে লাল-হলুদের। সেদিন এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল। এখন প্রশ্ন হল পুজোর মধ্যে ঠাকুর দেখতে যাবেন নাকি, প্রিয় দলের ম্যাচ দেখতে, এই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তরজা। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন আইএসএল-এর সূচি নিয়ে। তবে কলকাতার দুই ক্লাব এখনও অবধি আপত্তি জানায়নি।

এদিকে এবারের পুজোর সময়ই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মহালয়া, পঞ্চমী এবং অষ্টমীতে ভারতের ম্যাচ রয়েছে। তবে কোনটাই কলকাতায় নয়। রোহিত শর্মারা যখন মাঠে নামবেন, তখন কি আর টিভি বা মোবাইলের সামনে বসে থাকতে পারবেন ক্রিকেট ফ্যানরা, নাকি ওই চারদিন পুজোর আনন্দেই মেতে থাকবেন তাঁরা? এটা নিয়েই ওঠছে প্রশ্ন। এদিকে লক্ষ্মীপুজোর দিন ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ বিশ্বকাপের খেলা রয়েছে। বিশ্বকাপে এটাই কলকাতায় প্রথম ম্যাচ। তুলনায় কম ওজনের দুই দেশ মুখোমুখি হলেও সেই ম্যাচ দেখতে দর্শকদের প্রবল আগ্রহ। প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। আবার ওই আইএসএল-এর প্রথম ডার্বি। সব নিয়ে বাঙালির মাথায় হাত।

আরও পড়ুন:আমেরিকায় ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন ধোনি, দেখলেন আলকারাজের ম‍্যাচও, ভাইরাল মুহূর্ত

 

 

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...