দেশের প্রতিটি রাজ্যে তৈরি হতে চলেছে বিদ্যা সমীক্ষা কেন্দ্র। ইতিমধ্যেই রাজ্যগুলিকে এ সম্পর্কীয় একটি তথ্য ভাণ্ডার তৈরির জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ডিজিটাল এডুকেশন আর্কিটেকচার বা এনডিইএআরের আওতায় গড়ে তোলা হবে এই বিদ্যা সমীক্ষা কেন্দ্র। মিড মে মিল থেকে শুরু করে স্কুলছুট এবং হাজিরা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হবে এই প্লাটফর্মটিতে। এমনকী ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে,পারফরম্যান্স সূচক সংক্রান্ত তথ্যও সেখানে উল্লেখ করা হবে।

আরও পড়ুনঃ লঙ্কানদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির রোহিতের
বর্তমানে কেন্দ্রীয় স্তরে অর্থ্যাৎ এনসিইআরটি ক্যাম্পাসেই রয়েছে বিদ্যা সমীক্ষা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, বিদ্যা সমীক্ষা কেন্দ্র গড়ে তোলার কাজে উপদেষ্টার ভূমিকায় রয়েছেন ইউআইডিএআইয়ের প্রাক্তন চেয়ারম্যান নন্দন নিলেকানির প্রতিষ্ঠিত এনজিও এক স্টেপ ফাউন্ডেশন। বর্তমানে এই প্লাটফর্মে শিক্ষা বিভাগের তথ্য পরিসংখ্যান রয়েছে এবং ডাউনলোড করে তা দেখতে হয়। তবে এটিকে অটোমেটিক প্রক্রিয়ার মধ্যে আনতে চায় কেন্দ্র। তারজন্য কেন্দ্র, রাজ্য এবং জেলাস্তরের সমন্বয়ের মাধ্যমে সমস্ত তথ্য এক প্লাটফর্মের আওতায় আনা হবে। প্রতিটি রাজ্যকে এই কাজের জন্য ২ থেকে ৫ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে ।
