Thursday, January 15, 2026

ডিজেলচালিত গাড়ি উৎপাদন বন্ধ করুন: নির্মাতা সংস্থাগুলিকে হুঁশিয়ারি নীতীন গড়করির

Date:

Share post:

গাড়ি নির্মাণকারী সংস্থাগুলিকে ডিজেল চালিত গাড়ি উৎপাদন বন্ধ করতে কার্যত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। আগামী দিনে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির উপর অতিরিক্ত কর চাপানোরও ইঙ্গিত দিলেন তিনি। মন্ত্রী জানান, বায়ুদূষণের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে ডিজেল চালিত গাড়ি।

মঙ্গলবার দিল্লিতে দেশের গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন, ‘সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’ (সিয়াম)-এর ৬৩তম বার্ষিক সম্মেলনে গড়করি জানান, “ধাপে ধাপে বিদায় জানাতে হবে ডিজেল চালিত গাড়িকে তাহলেই বায়ু দূষণের সঙ্গে মোকাবেলা করা সম্ভব হবে।” ডিজেলকে একটি “বিপজ্জনক জ্বালানী” বলে অভিহিত করে মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান চাহিদা ভারতকে জ্বালানি আমদানির উপর নির্ভর করতে বাধ্য করছে। আর এই পদক্ষেপ নিতে গিয়ে যদি ভারতীয় গাড়ি প্রস্তুতকারকদের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে হয় তাহলে তাও করবে সরকার। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়করি মঙ্গলবার বলেন, ডিজেল গাড়ির উপর ট্যাক্স বাড়ানো এবং নির্মাতারা তাদের উৎপাদন সীমিত না করলে তাদের বিক্রয়কে “আরও কঠিন” করা ছাড়া সরকারের আর কোন বিকল্প থাকবে না।

গড়করি এদিন “দূষণ-কর” বসানোর ইঙ্গিতও দেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে এদিন নীতীন গড়করি জানান, সরকার যদিও এখনই কর নিয়ে কোনও চিন্তা করছে না তবে ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে মন্ত্রক। আর সেই প্রতিশ্রুতি রাখতে পরিষ্কার এবং সবুজ বিকল্প জ্বালানী গ্রহণ করা অপরিহার্য।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...