Monday, November 10, 2025

স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এড়াল ক্ষু.ব্ধ I.N.D.I.A., কারণ কী!

Date:

Share post:

বিশেষজ্ঞ হিসেবে স্থায়ী কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁদের অপছন্দ। সেই কারণে, ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এড়ালেন ক্ষুব্ধ INIDA জোটসঙ্গীরা। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কমিটির বৈঠক। মঙ্গলবার, বৈঠকের পর বিরোধীদের অভিযোগ, বিশেষজ্ঞদের নাম করে নিজেদের অনুগত লোকজনদের নিয়ে আসা হয়েছে কমিটিতে। তৃণমূল (TMC), কংগ্রেস-সহ INDIA জোটের দলগুলির দাবি, মতামত নেওয়ার জন্য অবিলম্বে নিরপেক্ষ এবং পেশাদার বিশেষজ্ঞদের বৈঠকে আনতে হবে।

আরও পড়ুন:পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকা নির্যা*তনের মা*মলা, পুলিশের কাজে বির*ক্ত আদালত

সূত্রের খবর, মানবধিকার কমিশনের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্রের মঙ্গলবারের বৈঠকে হাজির থাকার কথা ছিল। যদিও আচমকাই  সোমবার রাতে কমিটির সদস্যদের কাছে বার্তা পাঠিয়ে তিনি বৈঠকে হাজির থাকতে পারবেন না বলে জানান। উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি বিক্রম সিং, গুজরাটের গান্ধীনগরের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটির অধ্যাপক নবীন চৌধুরী, প্রাক্তন সিবিআই আধিকারিক প্রবীণ সিনহা ছাড়াও বিশেষজ্ঞ হিসেবে কমিটিতে রয়েছেন বিলের খসড়া তৈরি করা ডঃ পদ্মিনী সিং। তাতেই অসন্তুষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকের রেকর্ড তৈরির ক্ষেত্রেও সংসদীয় নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফে।

ভারতীয় দণ্ড সংহিতা থেকে রাষ্ট্রদ্রোহ আইন তুলে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হলেও  তা করা হয়নি। এদিনের বৈঠকে  তা নিয়েও আপত্তি তোলে বিরোধীরা। ঘুরপথে এই আইনকে আরও কঠোর করা হয়েছে বলেই অভিযোগ বিরোধী সাংসদদের।

 

 

 

spot_img

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...